বাদ্রি ও মধুরা সেতুর এ্যাপ্রোচের কাজ শেষ হবে ১০ মার্চের মধ্যে, ডুংরি ও শিগগিরই
জেলা উপায়ুক্তের কক্ষে বিগত ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী কাছাড় জেলার তিনটি সেতুর এ্যাপ্রোচ সমস্যার জট খুলতে সংশ্লিষ্ট জায়গাগুলো শুক্রবার সরেজমিনে পর্যবেক্ষণ করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বড়খলার বিধায়ক কিশোর নাথ, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা এবং পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ মার্চের মধ্যে শেষ করা হবে মধুরা ও বাদ্রিপার সেতুর এপ্রোচের কাজ । তবে, কিছু নথিপত্রের কাজ বাকি থাকায় সোনাই-ডুংরি পার সেতুর কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত হয়নি।
উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর জানিয়েছেন, তিনটি সেতুর এপ্রোচের জমির সমস্যার সমাধান হয়ে গেছে, মানুষ নিজে থেকেই জমি দিতে এগিয়ে এসেছেন। জনগণ চাইছেন খুব তাড়াতাড়ি সেতুগুলো চালু হোক। এই তিনটি সেতু চালু হলে শিলচর শহরের ট্রাফিক সমস্যারও কিছুটা সমাধান হবে। টেন্ডার দেখে কাজের বরাত দিতে দিতে বর্ষা এসে যাবে, তাই যোগ্য ঠিকাদার দেখে এখনই কাজের বরাত দিয়ে দেওয়া হবে।
জেলাশাসক জানান, যুদ্ধকালীন তৎপরতায় তিনটি সেতুর এপ্রোচের কাজ শেষ করার জন্য তিনজন নোডাল অফিসার নিয়োগ করা হবে। জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বস্তুত, অনেকদিন আগেই সেতু গুলো বানানোর কাজ শেষ হয়েছে কিন্তু এ্যাপ্রোচের জন্য জমি নিয়ে সমস্যা থাকায় সেগুলো চালু হয়নি। বলা বাহুল্য যে, সেতুগুলো চালু হলে বড়খলা, উধারবন্দ, দুধপাতিল, সোনাই অঞ্চল তথা শিলচরের জনগণের যাতায়াতের সুবিধা বৃদ্ধি হবে, যানজট কমবে, ব্যবসা-বাণিজ্যের ও সুযোগ বৃদ্ধি পাবে।
আগের ঘটনা বলি জানতে হলে এখানে ক্লিক করুন
Comments are closed.