
অকালে চলে গেলেন রামকৃষ্ণ নগর কলেজের সহকারি অধ্যাপক বাহারুল ইসলাম লস্কর
মাত্র ৪৫ বছর বয়সে চলে গেলেন রামকৃষ্ণ নগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারি অধ্যাপক তথা বিভাগীয় প্রধান বাহারুল ইসলাম লস্কর। আজ দুপুর দেড়টা নাগাদ শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত শুক্রবারে হূদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী এবং দুই শিশু সন্তান রেখে গেছেন তিনি।
তিনি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। অল আসাম টিচার্স অ্যাসোসিয়েশনের এই অঞ্চলের সহ-সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে অনুরাগী, ছাত্র ছাত্রী, শিক্ষক মহল এবং আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল দশটা ত্রিশ মিনিটে হাইলাকান্দিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।
Comments are closed.