করিমগঞ্জে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার : অপরাধীদের সীমানা অতিক্রম অব্যাহত
ভারতের সীমান্ত সুরক্ষায় আবার অবহেলার নজির ফুটে উঠল ; করিমগঞ্জ শহরের প্রধান এলাকা থেকে পুলিশ দিলওয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। দিলওয়ার হোসেন সিরাজ উদ্দিনের পুত্র এবং মৌলভীবাজার জেলার সতীঘরের বুবারথল গ্রামের অন্তর্গত বারলেখা থানার বাসিন্দা ।
সীমানা অতিক্রম করার জন্য দিলওয়ার হোসেনের পাসপোর্ট এবং অন্যান্য আইনি দলিল নেই। আমরা করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের জানান যে প্রাথমিক তদন্তের পর পুলিশ তাকে হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওসি সন্দেহ করেন যে দিলওয়ার হোসেন কোন চক্রের সাথে যুক্ত হতে পারে যারা ভারত থেকে গরু চুরি করে এবং বাংলাদেশে অবৈধভাবে চালান করে। “তার এভাবে অবৈধভাবে প্রবেশের পেছনে একটি অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে, ও এখনো কিছু স্বীকার করেনি, তদন্তের পরে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। “আমরা সন্দেহ করি যে ওই লোক গরু চোরাচালানের সঙ্গে যুক্ত থাকতে পারে, বিস্তারিত তদন্তের পরে বিষয়টি পুরো জানতে পারব,” ওসি মন্তব্য করেন।
Also Read: মৌসুমী দাসকে নিয়ে জল্পনা কল্পনা যেন কিছুতেই থামতে চাইছে না।
পুলিশ কর্মকর্তা বলেন, দিলওয়ার হোসেনের ভারতে প্রবেশের পথ এখনো জানা যায়নি । “আমরা আজ তাকে আটক করেছি এবং সময়ের সঙ্গে সঙ্গে সব বিবরণ বেরিয়ে আসবে”, তিনি দাবি করেন।
Also Read: ও এখন ওর স্বামী এবং পরিবারের সবার সাথে আছে।
এখানে উল্লেখযোগ্য যে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্ত শিরোনামে উঠে এসেছে কারন করিমগঞ্জ জেলার একজন বাসিন্দা মৌসুমি দাস কোনও আইনি কাগজ ছাড়াই বাংলাদেশে পালিয়ে যান। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই ব্যাপারে এখন উদ্বিগ্ন । ভারতে দিলওয়ার হোসেনের প্রবেশ এটাই প্রমাণ করে কিভাবে সীমান্তে এখনও আইনকে ফাঁকি দেওয়ার কাজ অব্যাহত রয়েছে।
Comments are closed.