দেশব্যাপী দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট ; ৩০ , ৩১ শে মে বন্ধ থাকছে প্রায় সব ব্যাঙ্ক ।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, যা গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক গুলোর নয়টি সংস্থার প্রতিনিধিত্ব করে (এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিএ, বি ই এফ আই, আইএনবিওএফ, আইএনবিওসি, নওব, এনওও) এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে।
ইউনিয়ন ১০ ই এপ্রিল ২০১৮ তারিখে কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি চিঠিতে এই হুমকি দেয়। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন এর আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে যে, দ্রুত মজুরি পুনর্বিবেচনার নিষ্পত্তিতে আইবিএর বিলম্বের, এই ব্যাপারে সরকারের উদাসীনতার এবং কোন কোন ব্যাঙ্ক কর্তৃক শুধু মাত্র তৃতীয় স্তর পর্যন্ত আধিকারিকদের বেতন সংশোধনের আওতায় রাখার প্রতিবাদে ব্যাঙ্ক কর্মচারিদের এই আন্দোলন চলছে। কর্তৃপক্ষের তরফে আইবিএ কর্তৃক ২% হারে মজুরি বৃদ্ধির প্রস্তাব অত্যন্ত হতাশা ব্যঞ্জক ।
ইউনিয়ন এর দাবিগুলির মধ্যে রয়েছে: • অতি শীঘ্র যথোচিত বেতন সংশোধন পুনর্বিবেচনা করা • মূল বেতন এবং অন্যান্য চাকুরির শর্তাবলীর উন্নতিকরণ • সপ্তম স্তর পর্যন্ত অফিসারদেরও এই বেতন সংশোধন আলোচনায় অন্তর্ভুক্ত করা ইত্যাদি।
” আমরা এখন পর্যন্ত আইবিএ’র তরফ থেকে কোন সদর্থক প্রতিক্রিয়া পাইনি,তাই ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন আগামী ৩০ এবং ৩১মে সমস্ত ভারতব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে যাচ্ছে।” “ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট এ্যাক্ট-১৯৪৭ এর ধারা ২২ উপ-ধারা (১) আইন অনুযায়ী আমরা আপনাকে জানাচ্ছি যে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের অধীন সবকটি ইউনিয়ন সদস্যরা ৪৮ ঘণ্টার হরতালে যাচ্ছে; হরতাল চলবে ৩০মে সকাল ৬ টা থেকে ১লা জুন, ২০১৮ সকাল ৬টা পর্যন্ত।” “ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসনের উদ্দেশ্যে লেখা চিঠিতে সঞ্জীব কে ব্যান্ডিশ এই বক্তব্য পেশ করেছেন।
Comments are closed.