কাছাড়ের নদীগুলোতে জল বাড়ছে, ফেরি সেবা বন্ধ করলো জেলা প্রশাসন
কাছাড়ের জেলা প্রশাসন জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়েছেন যে, সমগ্র কাছাড় জেলায় বিভিন্ন স্থানে তথা নদী-উপনদী গুলোতে জলস্ফীতি ঘটে চলেছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা হিসেবে জেলার জল সম্পদ বিভাগ এবং ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগকে স্থানীয় জনগণের তথ্যের জন্য ইংরেজী, হিন্দি ও বাংলাতে বড় বড় অক্ষরে নদী / উপনদীর পাশ বরাবর সাইনেজ স্থাপন করতে নির্দেশ দিয়েছেন যাতে করে সকলে সাবধান থাকেন l
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি সেবা আপাতত বন্ধ রাখতে হবে l কোন ব্যক্তিকে জলের কাছে যেতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না জলরাশি কমে l এমনকি কোন ব্যক্তি ব্যক্তিগত ডিঙ্গি নৌকাও এই সময়ে ব্যবহার করতে পারবেন না l
জরুরী ভিত্তিতে জেলা ইমার্জেন্সি অপারেশন সেন্টারে জনসাধারণ ফোন করতে পারেন l এর টোল ফ্রি নম্বর হচ্ছে ১০৭৭ এবং মোবাইল নম্বর হচ্ছে ৯৪০১৬২৪১৪১ এবং ল্যাণ্ডলাইন নম্বর হচ্ছে ০৩৮৪২-২৩৯২৪৯l
উল্লেখ্য, বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে গতকাল মধ্যরাতে। সন্ধ্যা ছটায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল ২০.২৫ মিটার। ওই স্থানে জলের বিপদ সূচক সীমা হচ্ছে ১৯.৮৩ মিটার, জল প্রতি ঘন্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে বলে জানা গেছে।
Comments are closed.