Also read in

আসতে পারছেন না হিমন্ত বিশ্বশর্মা , বরাকের নতুন সেতু উদ্বোধন স্থগিত

 

অন্যত্র ব্যস্ত থাকায় মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার শিলচর সফর আপাতত স্থগিত রেখেছেন, মন্ত্রী বরাক বুলেটিনকে পাঠানো এক টেক্সট মেসেজে এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রীর শিলচর সফর কালে আগামী ২৫শে ফেব্রুয়ারি বরাক নদীর উপর নতুন সদরঘাট ব্রিজের উদ্বোধনের কথা ছিল। তাই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানও আপাতত স্থগিত রইল।

এই সেতু উদ্বোধনের সাথে সাথে জেলা গ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধন করার কথা ছিল মন্ত্রীর। কথা ছিল, পুলিশ প্যারেড গ্রাউন্ডে ফ্লাড লাইট সহ নতুন একটা স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের; আরো ছিল, দুধপাতিলে বরাকের উপর দুধপাতিল-শিলচর সংযোগকারী নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের। সফর স্থগিতের ফলে সবগুলো কর্মসূচিই আপাতত স্থগিত হয়ে রইল।

বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ কাজ থাকায় বিশ্বশর্মার বরাক সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দলীয় কর্মকর্তারা আশা করছেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মা যৌথভাবে আগামী মাসের প্রথম সপ্তাহে এসে এই উদ্বোধন প্রক্রিয়া সম্পাদন করবেন।

যাই হোক, সেতুর কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও উদ্বোধন পিছিয়ে যাওয়ায় জনমনে কিছুটা হলেও হতাশার সৃষ্টি হতে হয়েছে।

Comments are closed.