Also read in

'ফুটপাতে উৎপাত'- হৃজয় কানুনগো নিয়ে এলেন 'হৃজয়ের সাথে শিলচর'-এর দ্বিতীয় এপিসোড

 

‘হৃজয়ের সাথে শিলচর’ এর প্রথম এপিসোড শিলচর তথা বরাকবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ওই এপিসোডে হৃজয় ১০ টাকার মুদ্রা শিলচরের বাজারে কেন চলে না তা নিয়ে পথ চলতি জনতার সাথে তাৎক্ষণিক সাক্ষাৎকারে বোঝাতে চেয়েছিলেন এটা নেহাতই গুজব।

জেলা উপায়ুক্তের বক্তব্য দিয়ে সমাপ্ত হয়েছিল ওই সংস্করণ। ভিডিওটা ৭০ হাজার লোক দেখেছিলেন এবং ভিডিওটি ফেসবুকে দুই লক্ষের বেশি লোকের কাছে পৌঁছে গিয়েছিল।

এই সিরিজের দ্বিতীয় সংস্করণ হৃজয় এবং তার দলবল শিলচরের পথ চলতি জনতার সমস্যা নিয়ে তৈরি করেছেন। শহরের প্রধান প্রধান রাস্তা দিয়ে উনার ক্যামেরা টিম নিয়ে পার্কিং, ফুটপাত বেদখল এবং বিভিন্ন অনিয়ম যেগুলো পায়ে চলা পথিকদের গতিপথকে সীমিত করছে, তা নিয়ে এই এপিসোডটা তৈরি করেছেন‌। তার এই মজাদার ভিডিওটা আজ রাত ৮-৩০ মিনিটে আমাদের My Silchar, Barakbulletin এবং শিলচর ফেসবুক পেইজে দেখা যাবে।

Comments are closed.

error: Content is protected !!