Also read in

"হৃদয়ে বরাক, চেতনায় ব্রহ্মপুত্র" আমাদের কাজ বরাকের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছে, বললেন সর্বানন্দ

 

নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর প্রথমবার বরাক উপত্যকায় সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন করিমগঞ্জের পাথারকান্দি এবং বদরপুরে সভায় যোগ দেন তিনি। বাংলা এবং ভোজপুরি ভাষায় কথা বলে সমর্থকদের মন কাড়ার চেষ্টা করেন সর্বানন্দ সোনোয়াল। শুরুতেই বলেন, “আপনারা ভালো তো- ভালো থাকতে হবে।”

“বরাক উপত্যকার প্রতি কংগ্রেস এতোকাল ধরে বঞ্চনার চক্রান্ত করেছে, তবে বিজেপির সরকার পাঁচ বছরই দেখিয়ে দিয়েছে ভালোবাসা কাকে বলে,” এমনটাই বললেন তিনি। তার বয়ান, “আমরা যতটা মুখে বলেছি তার থেকে বেশি কাজ করে দেখিয়েছি। এত বছর ধরে বরাক উপত্যকায় যে উন্নতির ছোঁয়া এসে পৌঁছয়নি, সেটা আমাদের সরকারের আমলে হয়েছে। সাধারণ মানুষ আমাদের ভালোবাসেন, তাদের দাবিগুলো আমরা পূরণ করেছি। বরাকের রাস্তাঘাট উন্নত হয়েছে, ব্রডগেজ এসেছে, মিনি সেক্রেটারিয়েট হয়েছে এবং আরও অনেক কিছু কাজ চলছে। আজ আপনাদের কাছে এসেছি নিজের প্রার্থীদের সমর্থনে ভোট চাইতে। আমি আপনাদের পরিবারের ছেলে আপনারা আমার কথা রাখবেন এমনটাই আশা রাখছি।”

তিনি কথায় কথায় কংগ্রেস দলকে ফাঁকিবাজ বলে আখ্যা দেন। তিনি বলেন, “প্রিয়াঙ্কা গান্ধী বরাকের চা বাগানে ঢুকে দু-তিনটি পাতা তুলে ৩০ সেকেন্ড সময় কাটান, আর সেই ফটো তারা বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। উনি কি জানেন চা বাগানের একজন মহিলার টুকরি ভরতে কত সময় লাগে? এটা কংগ্রেসের ফাঁকিবাজির নমুনা। আমাদের সময়ে যেসব প্রকল্প এসেছে এর লাভ প্রত্যেকে পেয়েছেন, কোনও বিশেষ ধর্মের লোককে বেশি দেওয়া হয়েছে এবং বাকিদের বঞ্চনা করা হয়েছে, এমনটা হয়নি। যারা আমাদের ধর্মীয় পরিচয় নিয়ে গালাগাল দেন তাদের বলতে চাই বিজেপি সবথেকে বেশি ধর্মনিরপেক্ষ দল।”

এদিন হিমন্ত বিশ্ব শর্মা বরাকের বিভিন্ন এলাকায় প্রচার করেছেন এবং আগামীকাল শিলচরে তার একটি বিরাট রেলি রয়েছে।

Comments are closed.