শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাবের বরাক প্রিমিয়ার লিগের শুরুতেই ধামাকা। বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এক বিস্ফোরক শতরান হাঁকালেন উধারবন্দ ট্রান্সফর্মাসের শুভম দেব। মূলত শুভম এর শতরানের দৌলতেই প্রথম ম্যাচে এক সহজ জয় তুলে নেয় উধারবন্দের দলটি। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে তারা ১০১ রানের বিশাল ব্যবধানে হারায় ধলাইয়ের মুনলাইট একাডেমি কে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উধারবন্দ। তারা নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেটে ২৩৬ রানের বিশাল স্কোর খাড়া করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভম। স্ট্রোকের ফুলজুরি ছোটান তিনি। ৫৫ বলের ইনিংসে ছয়টি ৪ ও ৯টি ছক্বা মারেন তিনি। স্ট্রাইক রেট ২১৮। আজহারুল ইসলাম (৫০) হাফ সেঞ্চুরি করেন। এছাড়া উল্লেখযোগ্য রান পান অমিত বৈশ্য ১৫, রাহুল করণ মজুমদার ১৩ ও দেবজ্যোতি ভট্টাচার্য ১১। অতিরিক্ত ২৭।
মুনলাইট এর পক্ষে এত বিশাল টার্গেট তাড়া করার জন্য খুবই কঠিন ছিল। হল তাই। ৯ উইকেটে ১৩৫ রানে আটকে যায় তারা। প্রশান্ত কুমার (৫৪ বলে ৭২) একা কুম্ভের মতো লড়াই করেন। উইকেট এর চারিদিকে কয়েকটি দর্শনীয় শট হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান। বিশেষ করে কভারের উপর দিয়ে তার একটি ছক্কা ছিল দেখার মতো। তবে বাকিরা চূড়ান্ত ব্যর্থ হওয়ায় প্রশান্তের এই সুন্দর ইনিংসটা কাজে এল না। শুধু ব্যাট হাতে নন, বল হাতেও এদিন উজ্জ্বল ছিলেন শুভম। তিন উইকেট নেন তিনি। এছাড়া অরিজিৎ মহাপাত্র ও চিরঞ্জিব দে দুটি করে উইকেট নেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন শুভম দেব। তার হাতে ট্রফি তুলে দেন অরিন্দম হোড়।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে বদরপুর রয়ালস। তারা ৪৯ রানে হারায় ভিক্টরি ক্লাব করিমগঞ্জ কে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বদরপুর। তারা নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে করে ১৮৩। হাফ সেঞ্চুরি করেন জালাল উদ্দিন লস্কর (৫৩)। এছাড়া ভালো ব্যাটিং করেন লিয়াকৎ আহমেদ (৪১), লিয়াকৎ আহমেদ (২৯) ও তনময় চক্রবর্তী (২৪)। অতিরিক্ত ২৪। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৩৪ রানে আটকে যায় ভিক্টোরিয়া ক্লাব। দলের পক্ষে এম রশীদ চৌধুরী সর্বাধিক ৩৮ রান করেন। এছাড়া সৌরভ দাস ৩০ ও সুলতান আহমেদ ২৬ রান করেন। হাফ সেঞ্চুরির ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন জালাল উদ্দিন লস্কর। তার হাতে পুরস্কার তুলে দেন অমিতাভ রায়, রাজেশ দাস ও দেবাংশু শর্মা।
সকালে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এরপর প্রথম ম্যাচ শুরু হবার আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন বাবুল হোড়, দক্ষিণা প্রসাদ শর্মা, ডা: প্রিয়ঙ্কা দেব, অমিত কুমার রায়, স্বর্ণালী চৌধুরী, দেবাংশ শর্মা এবং চন্দন শর্মা।
Comments are closed.