সোমবার বিপিএলের ফাইনাল, মাঠে বসছে এলইডি জায়ান্ট স্ক্রিন, থাকবে লাইভ স্ট্রিমিং, ডি জে
বরাক প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ইতিমধ্যেই একাধিক রেকর্ড করে ফেলেছে শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। শিলচরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার একদিনে বিপিএলের তিন তিনটি ম্যাচ আয়োজন করেছে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। এর মধ্যে তৃতীয় ম্যাচটি ছিল ফ্লাডলাইটে। ফলে বিপিএলের চতুর্থ সংস্করণে একটি ম্যাচ ফ্লাড লাইটের আলোতে হয়ে গেছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় বিপিএলের আয়োজকরা। এবার ফাইনালে দর্শকদের জন্য নতুন নতুন চমকের প্রস্তুতি নিচ্ছে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব।
বিপিএলের ফাইনাল বলে কথা। তাই চেষ্টার কোনো ত্রুটি রাখতে রাজি নয় ক্লাবের কর্মকর্তারা। টুর্নামেন্ট শুরু হবার আগেই বরাক বুলেটিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্লাবের তিন কর্মকর্তা হিমাদ্রি শেখর দাস, নিরঞ্জন দাস ও দীপঙ্কর দেব জানিয়েছিলেন, এবারের আসরে নতুনত্ব হিসেবে থাকবে এলইডি জায়ান্ট স্ক্রিন। সেই অনুসারে ফাইনালে বসতে চলেছে এই এলইডি জায়ান্ট স্ক্রিন। যা শিলচরে তো বটেই, গোটা উপত্যকার ক্রিকেট প্রেমীদের জন্য হতে চলেছে একেবারে নতুন অভিজ্ঞতা। এতদিন টিভির পর্দায় আন্তর্জাতিক ম্যাচে এ ধরনের এলইডি স্ক্রিনে স্কোর অথবা ম্যাচের মুহূর্ত দেখতেন দর্শকরা। এবার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে বসেই সেই অভিজ্ঞতা সঞ্চয় করবেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলের টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির সেক্রেটারি হিমাদ্রি শেখর দাস ওরফে বুদ্ধ জানালেন, স্টেডিয়ামের টাটা ব্লক ও বাটু দাশগুপ্ত ব্লকের ঠিক মাঝখানে বসবে এই এলইডি স্ক্রিন। এতে ম্যাচের স্কোর সহ লাইভ স্ট্রিমিং হবে। এর জন্য মাঠে থাকবে মোট চারটি ক্যামেরা।
এর আগেও বিপিএল এর তিনটি সংস্করণ এর ফাইনালে কিছু না কিছু নতুনত্ব ছিল। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বরং সত্যি কথা বললে বিপিএলের আয়োজকরা এবার আরও একধাপ এগিয়ে গেছেন। ম্যাচ চলাকালীন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য থাকবে ছয়টি ড্রোন। এখানেই শেষ নয়, ইনিংসের বিরতিতে লোকাল ডান্স গ্রুপ পারফর্ম করবে। থাকবে ডিজে ও।
বিকেল ৫ টায় শুরু হবে মেগা ফাইনাল। খেতাবি লড়াইয়ে হাইলাকান্দি গ্ল্যাডিয়েটরস খেলবে রয়াল চ্যালেঞ্জার শিলচরের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফাইনালে যারা মাঠে বসে খেলা দেখতে চান তাদের এবার টিকিট কিনে প্রবেশ করতে হবে। না, গ্যালারিতে বসে দেখার জন্য কোনও টিকিট কিনতে হবে না। এটা শুধু মাঠের ভিতরে বসে খেলা দেখার জন্য। টিকিটের মূল্য ১০০ টাকা। টিকিট বিক্রি করে যা আয় হবে এর পুরোটাই খেলোয়াড়দের স্বার্থে ব্যয় করবে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব।
সব মিলিয়ে বিপিএলের মেগা ফাইনালের রঙিন মঞ্চ তৈরি। সত্যি, খেলা হবে।
Comments are closed.