Also read in

রক্তের অভাবে যেন কারো মৃত্যু না হয়, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানাল ব্লাড ডোনার্স ফোরাম

বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম আজ শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত এক স্মারক পত্র প্রদান করেছে। ফোরামের এক প্রতিনিধি দল মঙ্গলবার অধ্যক্ষকে স্মারকপত্র প্রদানের পর মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।

ব্লাড ব্যাংকের দুর্নীতির দ্রুত এবং নিরপেক্ষ তদন্তক্রমে ব্লাড ব্যাংককে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছে ফোরাম। তাছাড়া ফোরাম ডোনার কার্ডের বিনিময়ে রক্ত দেওয়ার প্রথা পুনর্বহাল করার এবং রিপ্লেসমেন্ট ডোনেশন প্রথাকে ধীরে ধীরে বন্ধ করারও দাবি জানিয়েছে। রক্তের অভাবে যাতে কাউকে প্রাণ হারাতে না হয় সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা গ্রহণ করারও স্মারকপত্রে দাবি জানানো হয়।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষের চেম্বারে অনুষ্ঠিত এই আলোচনায় অধ্যক্ষ ছাড়াও সুপারিনটেনডেন্ট, প্যাথলজি বিভাগের প্রধান, ব্লাড ব্যাংক ইনচার্জ এবং আরো কয়েকজন পদাধিকারী ডাক্তাররা উপস্থিত ছিলেন।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক ভাবে তাদের বক্তব্য শুনেছেন বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়। আলোচনায় ব্লাড ব্যাংকের কাজ কর্ম নিরীক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়। জানা যায়, ওই কমিটিতে পদাধিকারী ব্যক্তিদের পাশাপাশি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন।

এদিকে মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং সেখানে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফোরাম সাময়িকভাবে মেডিক্যালের ব্লাড ব্যাংকের সঙ্গে রক্তদান শিবির আয়োজন না করার পূর্ব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

ফোরামের পক্ষ থেকে প্রতিনিধিদলে ছিলেন সম্পাদক আশু পাল, হাইলাকান্দি জেলার সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, কাছাড় জেলা কমিটির সভাপতি মনোজ পাল ও সম্পাদক করুণাময় পাল।

Comments are closed.