Also read in

মোবাইলে সেলফি তুলতে গিয়ে মধুরায় তলিয়ে গেল দুই যুবক

সেলফি তুলতে গিয়ে গত সোমবার দুপুরে মধুরা নদীতে তলিয়ে গেল দুই তরতাজা যুবক, বরাতজোরে বেঁচে গেল তৃতীয় জন। নিখোঁজ দুই যুবক উধারবন্দের রাজেশ দে এবং সুরজ মালাকার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মধুরা পাথর কোয়ারিতে বেড়াতে গিয়েছিল পাঁচ বন্ধু রাজেশ দে, সুরজ মালাকার, মিঠন আচার্য, রাহুল রায় এবং কুটু দত্ত। সোমবার বিকেলের দিকে উধারবন্দের বাসিন্দা এই পাঁচ বন্ধু রাহুলের অটো করে কোয়ারিতে ঘুরতে রায়। ওইখানে পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই বিপত্তি ঘটে। বৃষ্টির ফলে এমনিতেই মধুরা নদীর জলের স্রোত ছিল প্রবল। মোবাইলে সেলফি তুলতে গিয়ে এক বন্ধু জলের প্রবল স্রোতে নদীতে তলিয়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে অপর বন্ধু ও তলিয়ে যায়।

দুই বন্ধু তলিয়ে যাচ্ছে দেখে তাদেরকে বাঁচাতে চেষ্টা করে তৃতীয় বন্ধু মিঠন আচার্য। স্রোতে ভেসে যেতে যেতে কোনোক্রমে পাথর আঁকড়ে ধরে সে, ওইখানে কাজ করা কিছু শ্রমিক তাকে উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে উধারবন্দ পুলিশ স্টেশন থেকে অসিত সুত্রধার সিআরপিএফ জওয়ানদের নিয়ে অকুস্থলে হাজির হন। তবে সন্ধ্যা নেমে আসায় কিছুটা খোঁজাখুঁজি করা হয়। আজ এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী নিখোঁজ দুজনের উদ্ধারে তল্লাশি চালাবে বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!