Also read in

বন্যার জলে ডুবে হাইলাকান্দিতে মৃত -১, লালায় জলের স্রোতে ভেসে গেল কিশোর

শনিবার ঈদের দিনে বন্যার জলে ডুবে হাইলাকান্দিতে এক যুবকের মৃত্যু এবং লালায় বন্যার জলের স্রোতে এক কিশোর-নিখোঁজের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। হাইলাকান্দির রাংগাউটি এলাকার জলমগ্ন সড়ক দিয়ে ঈদের দিনে সাইকেল চড়ে সেফটি ব্রজপুর যাওয়ার পথে বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয় রুহুল আমিন তাপাদার (১৯) নামের এক যুবকের। এস ডি আর এফ বাহিনী অভিযান চালিয়ে পরে মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে লালার রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ড এলাকায় বন্যার  জল দেখতে গিয়ে  জলের স্রোতে ভেসে গেল এক কিশোর। শোকাবহ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লালা থানাধীন রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ডের কাটাগাও এলাকায়। বন্যার জলে কিশোরটি ভেসে গেলেও এখন অবধি তার হদিস পাওয়া যায় নি। এস ড়ি আর এফ বাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। বন্যার জলে ভেসে যাওয়া বছর বারোর ছেলেটির নাম মুথই সিংহ। বাড়ি লালা শহরের সূর্যসেন সরণীতে। এই ঘটনার পর পুরো লালা শহর জুড়ে হই চই শুরু হয়ে গেছে।উদ্ধারের জন্য জেলা প্রশাসন সহ লালা পুলিশ জোর তৎপরতা শুরু করেছে । জানা গেছে, আজ বিকেলে মুথই সিংহ তার এক সহপাঠীকে নিয়ে বন্যার জল দেখতে রাজ্যেশ্বরপুর কাটাগাও এলাকায় যায় সাইকেলে চেপে। সেখানে একটি কালভার্টের সামনে জলে গিয়ে দাড়ায় দুজন।দুই কিশোর অনুমান করতে পারেনি জলের গতি। সাইকেল নিয়ে নামার সাথে সাথে মুথই সিংহ বন্যার জলের স্রোতে ভেসে যায়।তখন আশেপাশে কোনো লোক ছিল না।মুথই সিংহের সহপাঠী কিছু দূর দৌঁড়ে এসে লোকজনকে জানায় বিষয়টি। তারা দৌঁড়ে ছুটে গিয়ে তার কোনো হদিস পান নি।এর পর খবর দেওয়া হয় লালা পুলিশকে। জানানো হয় জেলা প্রাশাসনকে। এস ডি আর এফ অভিযানে নামলেও উদ্ধারের কোনও খবর নেই।

Comments are closed.

error: Content is protected !!