Also read in

কাছাড় জেলার সকল সরকারি এবং বেসরকারি স্কুলে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ

জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা কাছাড় জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব রায় এক পত্র মারফত স্কুল পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে নির্দেশ দিয়েছেন যে আগামী সপ্তাহে যে পরীক্ষা গুলো হওয়ার কথা ছিল তা যেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

বর্তমানে উপত্যকা জুড়ে বন্যার ফলে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কাছাড় জেলার অনেক গুলো বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে আবার অনেকগুলো বিদ্যালয় গৃহ জলের নিচে রয়েছে। ছাত্রদের পড়াশোনা করার ও সুযোগ নেই, কারণ অনেকের ঘরে বা রাস্তায় জল। এই কঠিন পরিস্থিতিতে বর্তমানে পরীক্ষা নেওয়া সমীচীন হবে না বিবেচনা করে কর্তৃপক্ষ এই নির্দেশ প্রদান করেছেন। তাই যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসছে ততদিন এই পরীক্ষা গ্রহণ স্থগিত থাকবে।

অনির্দিষ্টকালীন পরীক্ষা স্থগিতের এই নির্দেশের ফলে ছাত্রছাত্রীরা কিছুটা রেহাই পাবে।

Comments are closed.

error: Content is protected !!