খিলঞ্জীয়া মঞ্চ দিলীপ কুমারকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করল, অভিযোগ দায়ের শিলচর সদর থানায়
আসন্ন লোকসভা নির্বাচনে দিলীপ কুমারের প্রার্থিত্ব প্রত্যাহারে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। খিলঞ্জিয়া মঞ্চ এবং রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চে’র বরাক ভ্যালি ইউনিট আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হিন্দি দৈনিক ‘প্রেরণা ভারতী’র মালিক দিলীপ কুমারকে সমর্থন করেছিল। দিলীপ কুমার যদিও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষ দিনে ২৯ মার্চ ২০১৯ দিলীপ কুমার তার প্রার্থিত্ব প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এরই পরিপ্রেক্ষিতে খিলঞ্জীয়া মঞ্চ দিলীপ কুমারকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছে। আজ খিলঞ্জিয়া মঞ্চের সদস্যরা সদর থানায় এক অভিযোগ দায়ের করেন। তারা অভিযোগ করে বলেন, “ তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর মানুষের আবেগ নিয়ে খেলেছেন। গত ২৮ মার্চ আমাদের ফোন করে তার প্রার্থীত্ব প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। কমিটির পক্ষ থেকে তাকে অপেক্ষা করার অনুরোধ করে কমিটির সঙ্গে আলোচনা ক্রমেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়। তা সত্বেও তিনি নিজের ইচ্ছে খুশি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কমিটির সদস্য আমাদের প্রতিনিধিকে জানান যে তাদের বিশ্বাস, দিলীপ কুমার নেডা’র প্রধান হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক চুক্তিতে উপনীত হয়েছেন। “আমরা জানতে পেরেছি যে বিশ্বশর্মা তার কাছে কিছু প্রস্তাব রেখেছিলেন এবং দিলীপ কুমার সেই প্রস্তাবে রাজি হয়ে তার প্রার্থিত্ব প্রত্যাহার করেছেন। ২৮ মার্চ বিশ্বশর্মার সঙ্গে তিনি যে দেখা করেছেন তার প্রমাণস্বরূপ ছবিও রয়েছে।” সদস্যটি তার বক্তব্যে যোগ করেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, দিলীপ কুমার নির্দলীয় হিসেবে শিলচর কেন্দ্র থেকে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণে অনুমান করা হচ্ছিল যে, অবাঙালি ভোটগুলো দিলীপ কুমারের জন্য ভাগাভাগি হয়ে যেতে পারে, যা কিনা বিজেপির জন্য একটা শক্ত ঘাঁটি বলা যায়। তিনি তার প্রার্থিত্ব প্রত্যাহারের পর বলেছেন, হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সংঘটিত তার সফল সাক্ষাৎকারের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এখন বরাক ভ্যালি খিলঞ্জীয়া মঞ্চের এই অভিযোগ বরাক উপত্যকার নির্বাচনী পটভূমিতে নতুন মোড় দিতে সমর্থ হয় কিনা তা দেখার বিষয়।
Comments are closed.