Also read in

দশমবারের মত সেরা রক্তদাতা সংস্থা হিসেবে রাজ্যে প্রথম স্থান অধিকার করল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম


বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সর্বাধিক একক রক্ত সংগ্রহে এই নিয়ে দশমবারের মতো রাজ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পীযূষ হাজারিকা আসামের দশটি সেরা স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মানিত করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম আসামের ২১৭ টি ডোনার সংস্থার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

ফোরামের পক্ষে ডঃ মনোজ পাল, করুণাময় পাল, সুদর্শন ভট্টাচার্য, বরুন দাশগুপ্ত, শিক্তা পাল, স্বেতা রায়, রঞ্জিত মিশ্র, অমল দাশ, নির্মলেন্দু পাল, সুব্রত কর, রনধীশ পাল , সুদীপ রায়, সঞ্চিতা পাল এবং পঙ্কজ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুরাগ গোয়েল, আইএএস কমিশনার ও সেক্রেটারি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ড: এস লক্ষমনন্, আইএএস্, ডাইরেক্টর, ন্যাশনাল হেল্থ মিশন( NHM) ।

ফোরামের নেতারা এই সম্মানটি বরাক উপত্যকার রক্তদাতা এবং ফোরামের অক্লান্ত সৈনিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ফোরামের পক্ষ থেকে রক্তের প্রয়োজনে রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ করে প্রাণ বাঁচানোর প্রয়াসে স্বেচ্ছায় রক্তদান করার জন্য সচেতন, শিক্ষিত মানুষদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে রক্তের অভাবে কারো মৃত্যু না ঘটে।

এই পুরস্কার ফোরামের সদস্যদের আরো বেশি করে উৎসাহী ও উদ্যমী হতে সাহায্য করবে বলে ফোরাম আশাবাদী। 

বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ভ্রাতৃপ্রতিম সংস্থা ডিব্রুগড় ব্লাড ডোনার্স ফোরাম রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে।

তেরাপন্থ যুবা পরিষদ, আসাম এবং মারোয়াড়ি যুব মঞ্চ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।

Comments are closed.