Also read in

মিজোরাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ'তে সেরা বদরপুরের আহমেদ গুলজার

 

বরাক উপত্যকার জনগণ আরও একবার গর্ববোধ করার সুযোগ পেলেন বদরপুরের আহমেদ গুলজারের হাত ধরে। এবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, ২০১৯ সালের এম বি এ’র চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন বদরপুর গড়কাপন খাদিমবাড়ির আহমেদ গুলজার।

গুলজার বদরপুর শাহ বদরউদ্দিন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন ও ছাদিয়া বেগমের পুত্র৷ গুলজার এর আগেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি ২০১৭ সালে গৌহাটি কটন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক সহ স্নাতকে কৃতিত্ব অর্জন করেন।

গুলজার এই সাফল্যের জন্য তার মা-বাবা এবং শিক্ষক শিক্ষিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিক্ষক শিক্ষিকার সহযোগিতা তথা মা বাবার আশীর্বাদ তাকে এই সাফল্য এনে দিয়েছে। তিনি মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সমাবর্তনে স্বর্ণপদক পাবেন।

গুলজারের এই সাফল্যে তার পরিবারের লোকজনের পাশাপাশি বরাক উপত্যকার জনগণও অত্যন্ত খুশি এবং গর্বিত।

Comments are closed.