Also read in

কাশ্মীরে শহীদ ধলাইর সঞ্জয় কুমার সিংহ, গার্ড অব অনারে শেষ শ্রদ্ধাঞ্জলি

কাশ্মীরেএক সংঘর্ষে শহীদ হলেন বরাক উপত্যকার সেনা জওয়ান সঞ্জয় কুমার সিংহ । দুষ্কৃতির সঙ্গে এক সংঘর্ষে কাশ্মীরের লেহ জেলায় শহীদ হন সঞ্জয় কুমার।

সঞ্জয় কুমার সিংহের বাড়ি কাছাড় জেলার ধলাই এলাকার রামপ্রসাদপুর গ্রামে। সঞ্জয়ের পিতা নীলকান্ত সিংহ ও সেনাবাহিনীতে সেবা প্রদান করেছিলেন। গত শনিবার প্রাণ হারান সঞ্জয় কুমার, মঙ্গলবারে তার মরদেহ যথাযথ মর্যাদার সাথে পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়। ‌ মৃতদেহ বাড়িতে নিয়ে আসার সাথে সাথে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেনাবাহিনী গার্ড অব অনারে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ অন্তিম সংস্কার করা হয়। সেনাবাহিনীতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে দেশের জন্য শহীদ হলেন তিনি। জানা গেছে, বাড়িতে তার মা-বাবা রয়েছেন, আছে দুই ছোট ভাই-বোন ।

পরিবারের বড় ছেলে সঞ্জয়ের এই অকাল প্রয়াণে সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.