Also read in

বরাক বুলেটিনের বর্ষপূর্তি: আয়োজিত একদিনের সম্মেলন "অ্যাসপায়ারিং বরাক"

বরাক বুলেটিনের বর্ষপূর্তি উপলক্ষে রাজীব ভবনে ৩ ফেব্রুয়ারি, রবিবার “অ্যাসপায়ারিং বরাক” নামে একদিনের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এম্পায়ার কফিহাউসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে বরাক বুলেটিনের পক্ষ থেকে একথা জানানো হয়। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যাপক জয়দীপ বিশ্বাস, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার তথা মনোরোগ বিশেষজ্ঞ হিমব্রত দাস,বরাক বুলেটিনের নিবার্হী সম্পাদক এবং বরাক দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অর্চনা ভট্টাচার্য।

সাংবাদিক সন্মেলনে জানানো হয় যে প্রতিরক্ষা ও হাই এন্ড প্রযুক্তি নীতি বিষয়ক পরামর্শক এবং জেনারেল ডায়নামিকসের ভারতের প্রাক্তন প্রধান সুবিমল ভট্টাচার্য’র সংস্থা “যুক্ত” টাইটেল স্পনসর হিসেবে এই ইভেন্টের সঙ্গে যুক্ত রয়েছে।

জানা যায়,একদিনব্যাপী এই সম্মেলনের সূচনা হবে আন্তঃস্কুল প্রতিযোগিতার মাধ্যমে। এতে বরাক উপত্যকার বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা এবং এর উন্নতির জন্য বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন।

উৎপাদনশীল অঞ্চল হিসেবে বরাক উপত্যকার বিকাশের জন্য “আউট অফ দ্যা বক্স” শীর্ষে সুবিমল ভট্টাচার্য্য তার অভিজ্ঞতা এবং ধারণাগুলো নিয়ে নিজস্ব মতামত তুলে ধরবেন। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার তথা মনোরোগ বিশেষজ্ঞ হিমব্রত দাস সুবিমল ভট্টাচার্যের সঙ্গে মুখোমুখি কথা বলবেন।

তাছাড়া বরাক উপত্যকার উন্নত ভবিষ্যতের সূচনার জন্য সহায়ক হিসেবে খুব গুরুত্বপূর্ণ দুটি প্যানেল আলোচনা রয়েছে। দেখা গেছে, বরাক উপত্যকার বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বরাক উপত্যকার বাইরে চলে যায়। “কেন্ উই সেপ চ্যাম্পিয়নস ইন বরাক ভ্যালি” শীর্ষক আলোচনা সভায় এ বিষয়টি নিয়ে এবং এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচকরা আলোচনা করবেন। বর্তমান পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সে বিষয়েও তারা আলোকপাত করবেন। এই আলোচনায় মডারেটর হিসেবে থাকবেন কাছাড় কলেজের অধ্যাপক জয়দীপ বিশ্বাস। এ অনুষ্ঠানে আলোচকরা হলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ তথা সুপারিনটেনডেন্ট ডক্টর বাবুল বেজবরুয়া, অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিনয় কৃষ্ণ রায়, হাইলাকান্দির এস এস কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিলাল উদ্দিন লস্ক‍র প্রমুখ।

“ দ্য ইম্পর্টেন্স অফ মিডিয়া ইন ডিজিটাল এজ” শীর্ষক দ্বিতীয় আলোচনা সভায় ডিজিটালের যুগে স্থানীয় প্রচার মাধ্যম কাজ করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন এ নিয়ে আলোচনা করবেন বরাক উপত্যকার প্রচার মাধ্যমগুলোর মুখ্য ব্যক্তিত্বরা।

আলোচক হিসেবে থাকবেন যুগশঙ্খের সম্পাদক অরিজিৎ আদিত্য, সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদক পরেশ দত্ত, বরাক ভ্যালি সিমেন্টের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট মুকেশ আগারওয়াল, পোদ্দার টয়োটার ডিরেক্টর বিবেক পোদ্দার।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরে অবদানের জন্য তিনজন ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হবে। তাছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে সৌমিত্র শংকর চৌধুরীর একক নৃত্য, ম্যাডলি বাঙালির পরিবেশনায় অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ‘যুক্ত’র সহযোগিতার ব্যাপারে সংস্থার পরিচালক সুবিমল ভট্টাচার্য বলেন, “অ্যাসপায়ারিং বরাক”কে আমি সহযোগিতা করছি কারণ বরাক উপত্যকার ভবিষ্যৎ এবং এর ক্ষমতা হাইলাইট হওয়া খুব জরুরি। এই সম্মেলনে অনুষ্ঠিত সেসনগুলোতে এগুলোর উপরে বিশেষভাবে আলোকপাত করা হবে। আমি বার্ষিক ইভেন্ট হিসেবে এটাকে সমর্থন করতে চাইছি।

বরাক বুলেটিনের নিবার্হী সম্পাদক এবং বরাক দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অর্চনা ভট্টাচার্য বলেন, বরাক বুলেটিনটা হচ্ছে খোলা চোখে দেখা এক স্বপ্ন। আমরা সবাই একটা নীতিতে বিশ্বাসী যে, আমরা বরাক উপত্যকার খবর অবশ্যই পৃথিবীর কাছে পৌঁছাব। আমরা ওয়েবসাইটের সাফল্য এবং খবর পরিবেশন ছাড়াও আরো বেশি কিছু করতে চাইছিলাম, সেই তাগিদ থেকেই ‘অ্যাসপায়ারিং বরাক’ করার ধারণা জন্ম নিয়েছে। এই সম্মেলন ‘অ্যাসপায়ারিং বরাক’ থেকে ‘ব্রিলিয়েন্ট বরাক’ য়ে পরিণত হওয়ার পথে শুভ সূচনা হিসেবে চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি।

সাংবাদিক সন্মেলনে তথ্য হিসেবে উল্লেখ করা হয়, বরাক বুলেটিনের ১৫০ টি দেশে পাঁচ লাখেরও বেশি ইউনিক ভিউয়ার্স রয়েছে, ১০ লক্ষেরও বেশি পাঠক রয়েছে। এই ওয়েবসাইটে একজন পাঠক গড়ে প্রায় তিন মিনিট সময় ব্যয় করেন।

বরাক বুলেটিনের পক্ষ থেকে আরও বলা হয়, সবার সহযোগিতায় বরাক উপত্যকা এবং সাথে সাথে বরাক বুলেটিনেরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.