Also read in

সোনাবাড়িঘাটে মৌমাছির দংশন অব্যাহত, আগামীকাল সড়ক অবরোধের ডাক দিল ধনেহরি এলাকার গ্রামবাসীরা

কাছাড় জেলা প্রশাসন , কাছাড়ের বন বিভাগ এবং কাছাড়ের জেলা বিপর্যয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এই সমস্যা সমাধানে মোটেই উদ্যোগী নয়। আক্রমণে একজনের মৃত্যুর পরেও মানুষকে রক্ষা করা বা কোন ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দায়িত্ব অস্বীকার করেছে বন বিভাগ এবং ডিডিএমএ ।

এই পরিস্থিতিতে সোনাবাড়িঘাটে প্রধান সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী।

ধনেহরি দ্বিতীয় খন্ডের গাঁও পঞ্চায়েত সদস্য এই বিষয়ে বলেন, “আমরা দিনের বেলায় ও আমাদের বাড়ি থেকে বের হতে পারি না। জেলা প্রশাসন এ বিষয়ে শুধুই নীরব। এটা মৌমাছি নাকি অন্য কিছু, কর্তৃপক্ষের কাছ থেকে ও এর কোনো উত্তর নেই। আমাদের কথা কেউ শুনছেনা, আর কোনো উপায় নেই এবং সে কারণেই আমরা আগামীকাল সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এই রাস্তা অবরোধের বিষয়ে জিপি মেম্বার আরও বলেন, “আগামীকাল দুপুর ১২টা থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আমরা সোনাই-শিলচর সড়ক অবরোধ করব।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর, প্রায় ১০ জনকে মৌমাছি দংশন করেছিল যার মধ্যে স্কুলের শিশু, মহিলা এবং এলাকার দিনমজুর রয়েছে। গতকাল মৌমাছির আক্রমণের সময়, স্কুটিতে থাকা এক ব্যক্তিকে তার বাহনটি ফেলে মাটিতে গড়াগড়ি দিতে হয়েছিল নিজেকে হুল থেকে বাঁচাতে।

৮ ডিসেম্বর মৌমাছি গোষ্ঠীর আক্রমণে ৫৫ বছর বয়সী এক নারী হাসপাতালে ভর্তি হন এবং ১০ ডিসেম্বর তিনি মারা যান। জেলা প্রশাসনের কাছ থেকে তারা কোনো ক্ষতিপূরণ বা সহানুভূতি পাননি বলে অভিযোগ স্থানীয়দের। জেলা বন আধিকারিক এবং ডিডিএমএ এ বিষয়ে কোনও দায় নিতে অস্বীকার করছেন বলেও তারা অভিযোগ করেছেন।

Comments are closed.

error: Content is protected !!