Also read in

প্রশাসনিক রদবদল, কাছাড়ের নতুন এসপি বৈভব নিম্বালকর, হাইলাকান্দি আসছেন রমণদীপ কৌর

 

নতুন সরকার আসার পর প্রশাসনিক স্তরে রদবদল হয়, হিমন্ত বিশ্ব শর্মার সরকারে প্রথমেই ব্যাপক বদলি হয়েছে পুলিশ স্তরে। রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় পুলিশসুপার বদলি হয়েছেন। বরাক উপত্যকায় কাছাড় এবং হাইলাকান্দি জেলা এর আওতায় এসেছে। কাছাড় জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন নিম্বালকর বৈভব চন্দ্রকান্ত, তিনি বর্তমানে শিবসাগর জেলার পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত। কাছাড় জেলার পুলিশসুপার ভাঁওরলাল মিনাকে অসম সরকারের ভিজিলান্স এবং অ্যান্টি-করাপশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন রমণদীপ কৌর, তিনি বর্তমানে হামরেন জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত। হাইলাকান্দির বর্তমান পুলিশ সুপার পবিন্দ্র কুমার নাথ নলবাড়ির পুলিশ সুপার হিসেবে যোগ দেবেন।

আইপিএস ভাঁওরলাল মিনা গতবছর লকডাউন চলাকালীন কাছাড় জেলায় যোগ দিয়েছিলেন। ১৫ জুলাই তিনি জেলায় আসেন এবং ঠিক ১০ মাসের মাথায় তার বদলি হয়েছে। একসময় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ বাহিনীর প্রত্যেক ব্যক্তির কোভিড পরীক্ষা করিয়েছেন তিনি। তার দায়িত্বকালে কাছাড় জেলায় নির্বাচন হয়েছে এবং অত্যন্ত দক্ষ হাতে বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি।

হাইলাকান্দি জেলার নতুন পুলিশসুপার আইপিএস রমণদীপ কৌর একসময় কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাছাড় জেলার দ্বিতীয় মহিলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসেছিলেন তিনি। এর আগে জেলার প্রথম মহিলা অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন সুভাষিনী শংকরন, তিনিও পরবর্তীতে হাইলাকান্দির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়া বদলি হয়েছেন গুয়াহাটি, নলবাড়ি, কোকড়াঝাড়, ধুবুড়ি, তিনসুকিয়া, শোনিতপুর, ডিব্রুগড়, বড়পেটা, গোলাঘাট, নগাঁও, মাজুলি, হোজাই, উদালগুড়ি, কার্বি আংলং, লখিমপুর, বিশ্বনাথ, চিরাং, বঙ্গাইগাঁও, শিবসাগর, বাকসা, দরং, মরিগাঁও এবং সাউথ শালমারা জেলার পুলিশ সুপার।

Comments are closed.