দোকান থেকে টাকার বাক্স চুরির প্রচেষ্টা ব্যর্থ করিমগঞ্জে, গ্রেপ্তার ২
শনিবার দুপুরে করিমগঞ্জ জেলার দুল্লভছড়ার একটি দোকান থেকে নগদ টাকার বাক্স চুরি করার দায়ে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। দুই দুর্বৃত্ত নিজাম উদ্দিন লস্কর (৩৬) এবং বাহারুল ইসলাম লস্কর (২২) হাইলাকান্দি জেলার সাঈদবন্দ ও আলগপুরের বাসিন্দা বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, অন্য একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে এই দুজন শিলচর থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত দুল্লভছড়ার একটি স্টেশনারি দোকানে গ্রাহক হিসেবে জিনিস কিনতে আসে আজ সকালে। সেখানে তারা দোকান মালিক রানা দেবের পুত্র রাজু দেবকে ডাল, আলু ও পেঁয়াজ দেওয়ার জন্য বলে। নিজের দোকানে সব না থাকায় দোকানদার রাজু এই খাদ্য সামগ্রীগুলো নিয়ে আসার জন্য আরেকটি দোকানে যান। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে তিনজন নগদ টাকার বাক্স নিয়ে পালিয়ে যায়। এদিকে রাজু যতক্ষণে ফিরে আসেন ততক্ষণে তারা একটি অল্টো গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং পালিয়ে যেতে উদ্যত হয়। তিনি তাদের দিকে ছুটে যান এবং তাদের একজনকে (যিনি ড্রাইভিং আসনে ছিলেন) কোনক্রমে ধরতে সমর্থ হন, যদিও ওই ব্যক্তি ধস্তাধস্তিতে নিজেকে ছাড়িয়ে নিতে সমর্থ হয় এবং তারা পালিয়ে যায়।
ঘটনায় জানা যায়, গাড়িটি সেখান থেকে পালিয়ে গেলেও বেশি দূর যেতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেইটে গিয়ে ধাক্কা খায়।সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে জমা হয়ে যান এবং তাদের সাহায্যে নিজাম ও বাহারুলকে আটক করা সম্ভব হয়। যদিও তাদের একজন পালিয়ে যায় বলে সূত্র জানায়।
এরপর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা তাদের উত্তম মধ্যম দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। ঘটনার বিবরণে আরও জানা যায়, রাতাবাড়ির পুলিশের একটি দল খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে আটক করে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়।
Comments are closed.