Also read in

মুখ্যমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন ; সফর শেষ হওয়ার পর পরই কাছাড় পুলিশ আটক করল পাঁচ "জমির দালাল"কে

জেলা প্রশাসন এবং রাজ্য হাইকমান্ডের নির্দেশে কাছাড় পুলিশ আজ সকালে সেটেলমেন্ট অফিসে সক্রিয় ভূমি দালালদের সনাক্ত ও আটক করার জন্য একটি অভিযান শুরু করে। আসামের মুখ্যমন্ত্রী এর আগে সার্কেল অফিসারদেরকে নিশ্চিত করতে বলেছিলেন যে, সেটেলমেন্ট অফিসগুলি “দালাল” থেকে মুক্ত করতে হবে।

তাঁর নির্দেশ সত্বেও শিলচরে মধ্যস্বত্বভোগী দালালরা অবাধে কাজ চালিয়ে যাচ্ছিল। তারা স্থায়ী কর্মচারীদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসত এবং প্রতিটি আবেদনকারীর কাছ থেকে মোটা কমিশন নিত। বারাক বুলেটিন ধারাবাহিক স্টিং অপারেশনের মাধ্যমে দালাল রাজকে উন্মোচন করে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার কাছাড় সফরকালে দালাল সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেন।

যেমন কথা তেমনি কাজ, গতকাল তিনি বরাক সফর শেষে রাজধানীতে ফিরে গিয়েছিলেন। আজ সকালেই কাছাড় পুলিশের কর্মীরা এমন পাঁচজন অননুমোদিত মধ্যস্বত্বভোগীকে সনাক্ত করে এবং তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, জমি দালালদের এখন শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, “AssampolicefightsDalalRaj” । এরপরেই দালাল রাজ বন্ধ করার জন্য সম্মিলিত প্রয়াসে আসাম পুলিশের অব্যাহত অভিযানে ৪৫৩ জমির দালালকে এখন পর্যন্ত আটক করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, “রাজস্ব অফিসে দালাল এবং এই কুখ্যাত প্রথা সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করে থাকে। এই অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নিরন্তর চলবে। ”

Comments are closed.