Also read in

ভোটের মুখে হাইলাকান্দি ইউডিএফ'য়ে ধস নামিয়ে ৬ পদাধিকারীর কংগ্রেসে যোগদান

লোকসভা ভোটের মুখে হাইলাকান্দি এআই ইউডিএফ দলে ধস নামিয়ে দলের ছয় পদাধিকারী কংগ্রেস দলে যোগদান করলেন। মঙ্গলবার লালা রাজীব ভবনে ব্লক কংগ্রেস কমিটি ও লালা ব্লক কংগ্রেসের মাইনোরিটি বিভাগের যৌথ উদ্দ্যোগে আয়োজিত এক সভায় এ আই ইউ ডি এফ দলের কাটলিছড়া বিধানসভা ইয়ুথ ফ্রন্টের সভাপতি জিয়াব উদ্দিন বড়ভুইয়া সহ চন্দ্রপুর ইউ ডি এফ কমিটির সিরাজ উদ্দিন তাপাদার, লালাছড়া আর এ এলাকার আয়নুল হক চৌধুরী, ধলছড়া এক্সটেনশন কমিটির সেলিম উদ্দিন লস্কর, নুনাই বনগ্রাম কমিটির নজির আহমেদ মজুমদারের নেতৃত্বে বেশ ক’জন ইউ ডি এফ নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন।

ব্লক কংগ্রেস সভাপতি শুভ্রজ্যোতি নাথ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে দলে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর।। এদিনের সভায় লালা ব্লক কংগ্রেসের মাইনোরিটি বিভাগের নবনিযুক্ত চেয়্যারমেন মনোয়ার হোসেন চৌধুরী সেলিমকেও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে সবাইকে স্বাগত জানান জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা লালা ব্লক কংগ্রেসের ইনচার্জ নুরুল হুদা চৌধুরী। লালা ব্লক কংগ্রেসের মাইনোরিটি বিভাগের চেয়ারম্যান মনোয়ার হোসেন চৌধুরী র পক্ষ থেকে মাইনোরিটি বিভাগের ব্লক কমিটির উপসভাপতি, সহ কোর্ডিনেটর পদে মোট তেরজন কে নিযুক্তিপত্র বিতরণ করা হয়। তাদের হাতে নিযুক্তি পত্র তুলে দেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা। তাছাড়া সভায় জেলা কংগ্রেসের সোস্যাল মিডিয়া কোঅর্ডিনেটর পদে আইনজীবী হোসেন আহমেদ লস্করকে নিয়ুক্তি পত্র প্রদান করা হয়।

এদিনের সভায় আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কংগ্রেস কর্মীদেরকে বাড়ি বাড়ি প্রচারাভিযানের আহবান জানিয়ে অন্যদের মধ্যে এপিসিসি সদস্য অধাপক হিলাল উদ্দিন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সভাপতি আনাম উদ্দিন লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, সেলিম মীরা, আব্দুল মুবিন লস্কর, দেবাশিষ নাথ, ওয়াহিদুল চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর, লালা ব্লক কংগ্রেসের মাইনোরিটি বিভাগের চেয়ারম্যান মনোয়ার হোসেন চৌধুরী, সেলিম বড়লস্কর প্রমুখ বক্তব্য রাখেন।৷

প্রত্যেক বক্তাই তাদের ভাষনে বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করে আগামী নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীকে জয়ী করার ডাক দেন।৷ তারা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেন। জেলা সভাপতি জয়নাল উদ্দিন লস্কর লালা ব্লকের আঠারোটি মন্ডল কমিটির সাংগঠনিক কাজকর্মের খোঁজ খবর নেন। ছ’টি মন্ডল কমিটির কাজকর্মের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় এদিন লালা ব্লকের ছ’টি মন্ডল কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন। সাথে সাথেই ছ’,টি মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়।

Comments are closed.