Also read in

শিলচরের পাসপোর্ট আবেদনকারীদের জন্য সুসংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার শিলচরে পোস্ট অফিস  পাসপোর্ট সেবা কেন্দ্র  উদ্বোধন এর কথা ঘোষণা করেছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস, গুয়াহাটি থেকে জারি করা  আমন্ত্রণ পত্রে উদ্বোধন অনুষ্ঠানের তারিখ  ২৫ মার্চ, ২০১৭ উল্লেখ করা হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে,   মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য , আসাম সরকার;  দিলীপ কুমার পাল, ডেপুটি স্পিকার আসাম বিধানসভা  এবং সংসদ সদস্য সুস্মিতা দেব,  শিলচর ডাক বিভাগের  সিনিয়র সুপারিনটেনডেন্টের অফিসে এই  পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন করবেন।

 

Invitation card of Passport Seva Kendra inauguration ceremony

প্রকৃতপক্ষে এটি বরাক উপত্যকাবাসীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ সংবাদ, বিশেষ করে যারা বিদেশ ভ্রমনে ইছছুক । এই কার্যালয় কতোটুকু  দক্ষতার সঙ্গে কাজ করে তা দেখার বিষয় ।

Comments are closed.