করিমগঞ্জে ১৬, কাছাড়ে ৫ এবং হাইলাকান্দিতে ৪; উপত্যকায় নতুন করে আক্রান্ত ২৫
একই দিনে বরাক উপত্যকার ২৫ ব্যক্তির আক্রান্তের খবর এসেছে। করিমগঞ্জ জেলার ১৬ জন, কাছাড় জেলার ৫ জন এবং হাইলাকান্দি জেলার ৪ জন। ২৪ জন পুরুষ এবং ১ জন মহিলা এর মধ্যে রয়েছেন। রাজ্যে সোমবার মোট ১১২ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ এর মধ্যে সক্রিয় কেস ৪৪৫টি। আক্রান্তদের মধ্যে অনেকেই উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ইত্যাদি রাজ্য থেকে এসেছেন। সরকারি সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী কিছু লোকের ভ্রমণ বৃত্তান্ত অজানা।
প্রত্যেককেই বাইরে থেকে ফেরার পর সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল, পাশাপাশি তাদের সোয়াব স্যাম্পল সংগ্রহ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
একসঙ্গে এতজন আক্রান্ত হওয়ার খবর আসায় রীতিমতো ত্রাস দেখা দিয়েছে জনমনে। অনেকেই মনে করছেন বরাক উপত্যকা কমিউনিটি ট্রান্সমিশন পরিস্থিতির দিকে এগোচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে শিলচরে বিমান যোগাযোগ শুরু হচ্ছে, ৪১ জন লোক বরাকে ফিরছেন ।
সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের তালিকা এই প্রতিবেদনে তুলে ধরা হল:
করিমগঞ্জ
১) আব্দুর রহিম, বয়স ২৩, বাড়ি বুলিরবন্দ, ট্রাভেল হিস্ট্রি উত্তরপ্রদেশ
২) ইব্রাহিম আলী, বয়স ২৪ বছর, বাড়ি চয়কুট, করিমগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি হুগলি
৩) সুমন দাস, বয়স ১৮, বাড়ি রাতাবাড়ি, হিস্ট্রি অজানা
৪) আব্দুল আজিদ, বয়স ২৮, বাড়ি টিলাবাজার, ট্রাভেল হিস্ট্রি অজানা
৫) রুকসানা বেগম, বয়স ২৩ বছর, ট্রাভেল হিস্ট্রি অজানা
৬) জোনাল আহমেদ, বয়স ১৮ বছর, বাড়ি ক্ষুদ্রাকান্দি ট্রাভেল হিস্ট্রি অজানা
৭) রাহুল উদ্দিন, বয়স ১৯ বছর , বাড়ি কালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
৮) সাজিদ আহমেদ, বয়স ২৫, বাড়ি বালিয়া, ট্রাভেল হিস্ট্রি অজানা
৯) মহিসুর আহমেদ, বয়স ১৮, বাড়ি কালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
১০) হিফজুর রহমান, বয়স ২৯, বাড়ি খোলা বসলা, ট্রাভেল হিস্ট্রি অজানা
১১) আলী হায়দার, বয়স ২২ বছর, বাড়ি মালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
১২) বদরুল ইসলাম, বয়স ২১, বাড়ি কালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
১৩) আবদুর ওয়াহিদ, বয়স ১৪ বছর বাড়ি কালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
১৪) রেহান উদ্দিন, বয়স ২০ বছর, বাড়ি লক্ষ্মীপুর, ট্রাভেল হিস্ট্রি অজানা
১৫) বিলাল উদ্দিন, বয়স ২৭ বছর, বাড়ি কালিগঞ্জ, ট্রাভেল হিস্ট্রি অজানা
১৬) মঞ্জু গৌড়, বয়স ২২ বছর, ট্রাভেল হিস্ট্রি হুগলি
কাছাড়
১) কাজল হোসেন লস্কর, বয়স ২৫ বছর, বাড়ি বাগাবাজার, ট্রাভেল হিস্ট্রি হায়দ্রাবাদ
২) রাজকুমার সিং, বয়স ৪৯ বছর, বাড়ি নাগাটিলা বিআরটিএ, ট্রাভেল হিস্ট্রি উত্তরপ্রদেশ
৩) সালিমুদ্দিন কাজী, বয়স ২২ বছর, বাড়ি সিঙ্গিরবন্দ, ট্রাভেল হিস্ট্রি হায়দ্রাবাদ
৪) আব্দুল মান্নান চৌধুরী, বয়স ২১ বছর, বাড়ি চন্দ্রপুর, ট্রাভেল হিস্ট্রি হায়দ্রাবাদ
৫) মকবুল হোসেন, বয়স ২১ বছর, বাড়ি সোনাই, ট্রাভেল হিস্ট্রি হায়দ্রাবাদ
হাইলাকান্দি
১) সুব্রত রায় বয়স, ২১ বছর, ট্রাভেল হিস্ট্রি হুগলি
২) আব্বাস সালাম বরভুইয়া, বয়স ২৪ বছর, ট্রাভেল হিস্ট্রি হুগলি
৩) সিরাজুল ইসলাম বরভুইয়া, বয়স ২২ বছর, বাড়ি রাজেশ্বরপুর, ট্রাভেল হিস্ট্রি উত্তর প্রদেশ
৪) হিরণময় মালাকার, বয়স ২৫ বছর, ট্রাভেল হিস্ট্রি হুগলি ।।
Comments are closed.