
তারাপুরের লজে বিহারের যুবকের আত্মহত্যা, চাঞ্চল্য শহরে
শিলচর শহরের তারাপুর এলাকার একটি লজ থেকে রবিবার উদ্ধার হয় এক আবাসিকের ঝুলন্ত মৃতদেহ। শঙ্কু সিংহ নামের ২৮ বছরের যুবকের বাড়ি বিহারের মুজাফরনগর; যুবকের পিতার নাম প্রমোদ সিনহা ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,শঙ্কু সিনহা তারাপুর স্টেশন রোড এলাকার (লছমিধর রোডের মোড়ে) এক লজের ১০২ নম্বর ঘরে এসে উঠে জুনের কুড়ি তারিখ।
রোববার সকাল থেকে লজের কর্মীরা তাকে দেখেন নি, সন্ধ্যের পর তার কক্ষের দরজার ফাঁক দিয়ে লজের এক কর্মী দেখেন শঙ্কু ফাঁসিতে ঝুলে রয়েছেন। সাথে সাথে তারাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশি সূত্রে জানা গেছে, গামছা দিয়ে গলায় ফাঁস পরানো মৃতদেহ জ্বলছিল ফ্যানের সঙ্গে। তবে মৃতদেহের পা দুটি মেঝের সাথে লাগানো ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘটনাটা আত্মহত্যাই। অনেক আগে মৃত্যু হওয়ায় মৃতদেহের ভারে গামছাটা কিছু নরম হয়ে যায় এবং পা দুটি এসে মেঝেতে লেগে যায়। তবে পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত খোলাসা হবে।
Comments are closed.