Also read in

বার্ড-ফ্লু : আসাম সরকার বাইরের রাজ্য থেকে পশ্চিম সীমান্ত দিয়ে ডিম ও মুরগি আমদানি বন্ধ করল

ভারতের পাঁচটি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা এবং হরিয়ানায় সুনিশ্চিতভাবে বার্ডফ্লু’র সন্ধান মিলেছে। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস সংক্রমণ যা শুধু পাখিদের সংক্রমিত করে না মানুষের দেহে ছড়িয়ে পড়ে।

তাই এই সংক্রমণ যাতে রাজ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ এক আদেশ বলে সমস্ত ধরনের পোল্ট্রি সামগ্রী পশ্চিম সীমান্ত দিয়ে আসামে আমদানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যপাল প্রদত্ত এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। এই আদেশে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি বরাক বুলেটিনকে বলেছেন, এটা একটা প্রতিরোধ মূলক পদক্ষেপ। বিষয়টি জনগণের স্বাস্থ্যের সঙ্গে জড়িত, তাই আমরা সঠিকভাবে এই আদেশ মেনে চলবো।

তিনি আরো বলেন, জনগণকে আমরা অনুরোধ করছি যাতে তারা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেন এবং এই নির্দেশ পুরোপুরি অনুসরণ করেন। তবে সেই সঙ্গে তিনি এ নিয়ে গুজব ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও সতর্ক থাকা জরুরি বলে উল্লেখ করেন। এই বিষয়টি মোকাবিলা করার জন্য তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

Comments are closed.