Also read in

কা-বাতিলের মন্তব্যের দায়ে রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ালো জেলা বিজেপি; "তার কথার দায় আমি নেব না," সুস্মিতা

রবিবার শিবসাগরে কংগ্রেসের এক সভায় অংশ নিতে এসে রাহুল গান্ধী বলেছিলেন, তাদের সরকার ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী আইন (কা) বাতিল করা হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জেলা বিজেপি রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ সহ দলের বিভিন্ন স্তরের নেতারা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন এবং শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্টে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন।

কণাদ পুরকায়স্থ বলেন, “পূর্বপাকিস্তানে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারা সর্বস্ব হারিয়ে শুধু নিজের সম্মান রক্ষার্থে ভারতে আশ্রয় নিয়েছিলেন, বহু বছর ধরে তাদের উদ্বাস্তু তকমা লাগিয়ে রেখেছিল কংগ্রেস। তাদের শাসনকালে ধর্মীয় নির্যাতনের শিকার হিন্দু সহ অন্যান্য গোষ্ঠীর লোকেরা ভারতবর্ষে আবার হেনস্থা হয়েছেন। বিজেপি সেই অভিশাপ ভেঙে দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে। অথচ রাহুল গান্ধী আসামে এসে বলছেন তারা ক্ষমতায় এলে সেই আইন বাতিল করবেন। এর মানে তারা এখনও উদ্বাস্তুদের চিরশত্রু। আমরা রাহুল গান্ধীর এই মন্তব্যে অত্যন্ত অপমানিত এবং আহত বোধ করেছি এবং তাকে এর জন্য ধিক্কার জানাই।”

এদিন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, গোপাল রায় সহ দলের অন্যান্য নেতারা কুশপুতুল দাহ এবং প্রতিবাদ প্রদর্শনে অংশ নেন।

শিবসাগরে রাহুল গান্ধী যে অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের কিছু পরিবর্তন চাইলেও মূলত এর সমর্থন করেন। রাহুল গান্ধীর মন্তব্যের ব্যাপারে তার কি অভিমত? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেন, “রাহুল গান্ধীর মন্তব্যের উত্তর তিনি দিতে পারবেন এটা আলাদা করে আমি বলার মত কেউ নই। আমি অসমের একমাত্র কংগ্রেস নেতা যে নাগরিকত্ব আইন নিয়ে নিজের অভিমত লিখিতভাবে জেপিসি’র কাছে তুলে ধরেছি। আমি এখনও নিজের অবস্থানে থেকে সরিনি। আমি আগেও বলেছি, যে আইন পাস হয়েছে সেটা অপরিপক্ক এবং এর দ্বারা নাগরিকত্ব দেওয়া সম্ভব। আইনত কিছু পরিবর্তন এর মধ্যে করতে হবে।”

Comments are closed.