Also read in

দলীয় প্রার্থী ঘোষণা করল বিজেপি, শিলচরে দ্বীপায়ন চক্রবর্তী,কাটিগড়ায় গৌতম

নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে আজ সন্ধ্যায় আসামের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি দল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, নেডা চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস প্রমূখ।

দলের সাধারণ সম্পাদক অরুন সিং সাংবাদিকদের কাছে দলীয় প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করেন। অনেককে অবাক করে দিয়ে শিলচরে প্রার্থী হচ্ছেন দ্বীপায়ন চক্রবর্তী, দিলীপ পাল নন; প্রত্যাশামতো কাটিগড়া দাঁড়াচ্ছেন গৌতম রায়।

বরাক উপত্যকায় বিজেপি দলের সম্পূর্ণ প্রার্থী তালিকা :

পাথারকান্দি; কৃষ্ণেন্দু পাল

রাতাবাড়ি: বিজয় মালাকার

উত্তর করিমগঞ্জ : ডাঃ মানস দাস

বদরপুর: বিশ্বরূপ ভট্টাচার্য

কাটলিছড়া: সুব্রত নাথ

শিলচর: দ্বীপায়ন চক্রবর্তী

সোনাই: আমিনুল হক লস্কর

বড়খলা: অমলেন্দু দাস

ধলাই: পরিমল শুক্লবৈদ্য

উধারবন্দ: মিহির কান্তি সোম

লক্ষ্মীপুর: কৌশিক রায়

কাটিগড়া: গৌতম রায়

সাংবাদিক সম্মেলনে অরুণ সিং তুলে ধরেন যে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মাজুলী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিমন্ত বিশ্ব শর্মা সব জল্পনার অবসান ঘটিয়ে ঝালুকবাড়ি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন।

Comments are closed.

error: Content is protected !!