Also read in

'বিজেপি দেশকে ভাগ করছে', শিলচরে ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে বললেন জয়রাম রমেশ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, প্রাক্তন মন্ত্রী মুকুল ওয়াসনিক, এপিসিসি’র সভাপতি রিপুন বরা, মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব এবং প্রাক্তন স্থানীয় বিধায়কদের নিয়ে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিদল শিলচর কেন্দ্রীয় কারাগারের ভেতরে ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে।কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নির্দেশে এই প্রতিনিধি দলটি উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্য পরিদর্শন করেছে। এআইসিসি’র নেতৃত্বরা এই অঞ্চলের পরিস্থিতি তথা ডিটেনশন ক্যাম্প এবং নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ এর মত বিষয় গুলির বাস্তবতা বোঝার জন্য এই অঞ্চল সফর করেন।

শিবির পরিদর্শন করে বন্দীদের দেখার পর জয়রাম রমেশ বলেন যে বিজেপি বিভাজনে বিশ্বাসী এবং কংগ্রেস বিশ্বাসী দেশকে ঐক্যবদ্ধ করতে। রমেশ বলেন, ” সোনিয়া গান্ধী উত্তর-পূর্বের সমস্ত রাজ্যে আমাদের স্থানীয় নেতৃত্বের অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানাতে বলেন। আমরা আজ কাছাড়ের স্থানীয় নেতৃত্বের সঙ্গে দেখা করব।”

তিনি আরও যোগ করেন যে শিলচর ডিটেনশন ক্যাম্পে ৪৮ জন আটক রয়েছেন, যারা দাবি করেছেন যে তারা ভারতীয়। এর মধ্যে ১৭ জন রয়েছেন যারা স্বীকার করেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং তারা প্রতিবেশি দেশে ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করেন। তিনি আরও জানান যে ক্যাম্পে ৬ জন রয়েছেন যারা মায়ানমার থেকে এসেছেন।”এই দেশের আইন বলছে যে কেউ যদি ডিটেনশন ক্যাম্পে তিন বছর অতিবাহিত করেন তবে সেই ব্যক্তি জামিনের জন্য যোগ্য বিবেচিত হন, তবে ২ লক্ষ টাকা জামানত দিতে হয়।” বলেন রমেশ।

তিনি একজন ব্যক্তির দুর্দশার কথা উল্লেখ করে বলেন, “করিমগঞ্জের এক মহিলা রয়েছেন যিনি বর্তমানে ১০ বছরেরও বেশি সময় ধরে শিবিরে আটক রয়েছেন।উনার একটি মেয়ে রয়েছে এবং সেই মেয়েও ডিটেনশন ক্যাম্পের অভ্যন্তরে রয়েছে। তাহলে ওই মেয়েটির ভবিষ্যৎ কি হতে পারে? তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা রিপুন বরা, সুস্মিতা দেব এবং স্থানীয় বিধায়কদের সঙ্গে কথা বলবো।”

সুস্মিতা দেব উত্তর-পূর্বাঞ্চলে প্রতিনিধি প্রেরণের জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান এবং আসামে দুটি সফরে সহায়তা করার জন্য রিপুন বরার প্রচেষ্টারও প্রশংসা করেন।”অন্য সমস্ত রাজ্যে প্রতিনিধিদলটি মাত্র একবার সফর করেছে। তবে আসামে প্রতিনিধিদলের এটি দ্বিতীয় সফর। বরাক ও ব্রহ্মপুত্র নিয়ে দ্বিধা দূর করতেই দুবার সফর করে প্রতিনিধি দলটি” জানালেন সুস্মিতা দেব।

Comments are closed.