এনআরসি'কে হাতিয়ার করে বাঙালির নাগরিকত্ব হরণের চক্রান্ত করছে বিজেপি: আজমল
পঞ্চায়েত নির্বাচন যত কাছাকাছি আসছে ততই রাজনীতিক উত্তেজনার পারদ চড়ছে। আজ এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল তার বরাক উপত্যকায় নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে বিজেপিকে তুলোধুনো করে বক্তব্য রেখেছেন যে, বিজেপি বরাক উপত্যকার সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছে এবং জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুকে হাতিয়ার করে বাঙালির নাগরিকত্ব হরণের ষড়যন্ত্র চালাচ্ছে।
এক বিশাল জনসমাবেশে ভাষণ প্রসঙ্গে আজমল বলেন, নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এবং ক্ষমতায় আসার পর ওদের প্রকৃত বর্ণ চেনা যায়। “সরকার ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকাকে বিভাজিত করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছে”, বললেন আজমল।
বিজেপির সহযোগী দল অসম গণপরিষদকে আক্রমন করে আজমল বলেন, বর্তমান টালমাটাল পরিস্থিতির জন্য অগপও সমানভাবে দায়ী। পূর্ববর্তী কংগ্রেস সরকারকে আক্রমণ করে আজমল বলেন, কংগ্রেস দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এত বৎসর বৎসর ক্ষমতা করায়ত্ত করে রেখেছিল।
সাধারণ মানুষকে অপপ, বিজেপি এবং কংগ্রেস দলের সমর্থন ত্যাগ করে এইউডিএফ’কে পঞ্চায়েত নির্বাচনে অকৃপণ সমর্থন করার জন্য আহ্বান জানান তিনি।
হাইলাকান্দির বিধানসভার সদস্য আনোয়ার হোসেন বলেন, এটা একটা সাধারণ ধারণা যে বরাক উপত্যকার ৮০ শতাংশ লোক বাংলাদেশি যা আদৌ সত্য নয়। “বরাক উপত্যকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই, যারা এখানে দশকের পর দশক ধরে বসবাস করছে, তারা এই রাজ্যের আদি বাসিন্দা”, বললেন আনোয়ার হোসেন।
দলের অন্যান্য সদস্যের মধ্যে আলগাপুর বিধানসভা চক্রের এমএলএ নিজামুদ্দিন চৌধুরি, মৌলানা আব্দুল কাদির এবং নজরুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
Comments are closed.