ডেপুটি স্পিকার হচ্ছেন আমিনুল, আজ মনোনয়ন পেশ, দায়িত্ব নেবেন ৩১শে জুলাই
রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ হচ্ছেন সোনাইর বিধায়ক আমিনুল হক, সোমবারই তাকে দলীয় ভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
অসমে বিজেপির একমাত্র মুসলিম বিধায়ক হিসেবে আমিনুল হক লস্কর প্রথম থেকেই মন্ত্রিসভার সদস্য পদের দাবিদার ছিলেন। তবে মন্ত্রিত্ব না মিললেও বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে তিনিই প্রথম স্বাধীনতা-উত্তর আসামের বিধানসভায় বরাক উপত্যকার মুসলিম বিধায়ক হিসেবে এই পদ অলংকৃত করবেন। গতকাল বিজেপি রাজ্য কমিটির সভাপতি রঞ্জিত দাস এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাকে উপাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক জানিয়েছেন আজ তিনি রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে নমিনেশন জমা দেবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজেপি দলের প্রার্থী হিসেবে অসম বিধানসভায় তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেন না, এটাই স্বাভাবিক; তবে নির্বাচন হলেও তার জয় সুনিশ্চিত। সবকিছু ঠিক থাকলে আগামী কাল তিনি অধ্যক্ষ হিসেবে শপথ নেবেন।
প্রসঙ্গত, কৃপানাথ মালা লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্র থেকে জিতে সংসদে যাওয়ায় রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পদ খালি হয়ে যায়। এর আগে শিলচরের বিধায়ক দিলীপ পাল ব্যক্তিগত অসুবিধা দেখিয়ে এই পদ ত্যাগ করেছিলেন। অনেক জল্পনা-কল্পনার পর সোমবার নিশ্চিত হয় যে আমিনুলকে এই পদে বসানো হবে। তাই, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পদটি বরাকেই রয়ে গেল।
Comments are closed.