
কোনও প্রতিদ্বন্দ্বীতা নেই, কাছাড়ে ৭-০ হচ্ছে বিজেপি, ভোট দিয়ে বললেন রাজদীপ
সংবাদমাধ্যমে অযথাই বলা হচ্ছে বিজেপির সঙ্গে কারো লড়াইয়ে রয়েছে, আমরা কোনও লড়াই দেখতে পাচ্ছি না। কাছাড় জেলার সবগুলো আসনে জয়ী হচ্ছে বিজেপি, দলের পক্ষে স্কোর হবে ৭-০, ভোট দিয়ে এমনটাই বললেন সাংসদ রাজদীপ রায়। এদিন সকালে মা এবং ভাইকে নিয়ে শ্রীশ্রী রাধামাধব বালিকা বিদ্যালয় ভোট দেন তিনি। খানিকটা বৃষ্টি হলেও পরে ঝলঝলে রোদ উঠে। প্রথম তিন ঘণ্টায় ভোট গ্রহণ ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।
ভোট কেন্দ্র থেকে বেরিয়ে হাসিমুখে প্রত্যয় এর সুরে রাজদীপ বলেন, “জনগণ আমাদের আবার সরকারে বসাচ্ছেন, বিরোধিদের অস্তিত্ব নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিরোধীরা যে ধরনের প্রচারে মত্ত হয়েছে সেটা একেবারেই নিম্নস্তরের। আমরা জনগণের জন্য কাজ করেছি এবং তাদের কাছে আশীর্বাদ চেয়েছি। তারা মন বানিয়ে নিয়েছেন আমাদের আশীর্বাদ দেবেন, ফলে আমরা নিশ্চিত বরাক উপত্যকায় ডবল-ডিজিট সংখ্যায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কাছাড় জেলায় সবকটি আসনেবিজেপির প্রার্থী রাজি হচ্ছেন এবং আমরা এবার ৭-০ গোল দিতে চলেছি।”
বুধবার রাতে তমাল বণিক এবং আজমলের ফটো লাগানো পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এই প্রসঙ্গে রাজদীপ রায়ের মন্তব্য, “একজন নির্দল প্রার্থী নিজেকে প্রয়োজনের তুলনায় বেশি বড় ভাবছেন। অথচ তার এবং তার সমর্থকদের চিন্তা ধারা ক্রমশ নিচুস্তরের হচ্ছে। শেষমেশ তারা একটা হাস্যকর পোস্টার নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে লেগেছেন, এসব করে আর কাজ হবে না।”
Comments are closed.