হাইলাকান্দির মিজোরাম সীমান্তে মসজিদে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি
হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তের একটি মসজিদে বিস্ফোরনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। সমগ্র দেশে যখন বিজেপির জয়জয়কারে বিজয় উৎসব চলছে ঠিক সেই মুহুর্তে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলো দক্ষিন হাইলাকান্দির মিজোরাম সীমান্তের কচুরথল এলাকা।।।
জানা গেছে, এদিন রাতে মিজো দুস্কৃতিকারীরা কচুরথল মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি করে। ব্লাস্টিং’র ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে পাকা মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে রামনাথপুর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।৷ বিস্ফোরণের ঘটনার সাথে মিজো দুস্কৃতিরা জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।৷ এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।।
Comments are closed.