শেষমেষ আত্মহত্যাই করলেন ব্লাড ব্যাঙ্ক কর্মী রনধীর পাল
শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের অস্থায়ী কর্মী রনধীর পাল দ্বিতীয় প্রচেষ্টায় আত্মহত্যা করলেন আজ সকালে।
আজ ভোরে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রনধীর পাল । মাত্র কয়েকদিন আগে তিনি প্রথমবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, সাথে সাথে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসার ফলে আর ধীরে ধীরে মোটামুটি সুস্থ হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
এখানে উল্লেখ্য, রনবীর পাল মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকেই ২৪ ঘন্টা থাকতেন। শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের নতুন ইনচার্জ ডাঃ রাজীব বিশ্বাস এই ব্যবস্থার পরিবর্তন করেন। এদিকে, কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তার পিতাকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ জানান তারই কন্যা পূজা পাল। নির্যাতন সহ্য করতে না পেরে রণধীর পাল প্রথমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমনটাই অভিযোগ করেছিলেন রণধীর পালের কন্যা পূজা পাল এবং স্ত্রী সুপ্রিয়া পাল। তারা ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৩৫২ এবং ১১৬ ধারায় ডক্টর রাজীব বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে এব্যাপারে সুবিচারের আবেদন জানিয়েছিলেন।
প্রসঙ্গত, শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্,ক ক্যাশ সেশন এবং ডায়েট সেকশন নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষা ডাঃ শিল্পী বর্মন এবং ডাঃ অখিল ভট্টাচার্য্য আগাম জামিন নিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। তদন্ত সঠিক পথে এগোলে রনধীর পলের মৃত্যুরহস্যের ও কিনারা হতে পারে।
Comments are closed.