Also read in

ভারতীয় স্টেট ব্যাংকের শিলচর শাখায় স্বেচ্ছা রক্তদান শিবির

 

ভারতীয় স্টেট ব্যাঙ্কের শিলচর শাখায় গত ৯ ফেব্রুয়ারি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের শিলচর আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবার সহ মোট ২৭ জন রক্ত দান করেন। সহযোগিতার হাত বাড়িয়ে শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের ডাক্তার এবং কর্মীবৃন্দ এই শিবিরে রক্ত সংগ্রহ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ‘স্মাইল’ নামক সংস্থা শিবিরের আয়োজনে অফিসার্স অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করে।

অ্যাসোসিয়েশনের উত্তর-পূর্বাঞ্চল মণ্ডলের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিধায়ক ভট্টাচার্য এ উপলক্ষে জানান, এস বি আই অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অধিকার বিষয়ক আন্দোলনের পাশাপাশি এধরনের সমাজকল্যাণমূলক কাজ কর্মেও নিয়োজিত রয়েছেন বহু বছর ধরে। তিনি শিলচরের রক্তদান কর্মসূচির সূচনা করার জন্য অ্যাসোসিয়েশনের শিলচরের রিজিওনাল সেক্রেটারি মনিকাঞ্চন ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ভারতীয় স্টেট ব্যাংকের শিলচর রিজিওনের রিজিওনাল ম্যানেজার বিনয় ভূষণ দাস এ উদ্যোগের প্রশংসা করেন। আগামীতেও এ ধরনের উদ্যোগে তার পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এস বি আই অফিসার্স অ্যাসোসিয়েশনের শিলচর রিজিওনের সভানেত্রী নন্দিতা সোমের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআইএলডি, শিলচরের নির্দেশক এস কে দে সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে স্মাইল এর পক্ষ থেকে সুরজিৎ সোম উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের শিলচর রিজিওনের রিজিওনাল সেক্রেটারি মনিকাঞ্চন ভট্টাচার্য্য এই উদ্যোগকে সফল করে তোলার জন্য সব রক্ত দাতা, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, স্মাইল, এসবিআই রিজিওনাল অফিস ও শিলচর শাখার কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments are closed.