Also read in

তিনসুকিয়াতে গুলিতে নিহত অন্তত পক্ষে পাঁচ বাঙালি, সন্দেহের তীর আলফার দিকে

তিনসুকিয়া জেলার ধলা সদিয়াতে অন্ততপক্ষে ৫ জনকে গুলি করে হত্যা করল অপরিচিত বন্দুকধারীরা। সন্দেহ করা হচ্ছে, এটা আলফা স্বাধীনের কীর্তি। ঘটনাটি ঘটেছে আজ রাত প্রায় আটটা তিরিশ মিনিট নাগাদ।

 

গুলিতে নিহত ৫ হতভাগ্য নিরপরাধ ব্যক্তিরা হলেন, সুবল দাস,ধনঞ্জয় নমঃশূদ্র,শ্যামলাল বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, অনন্ত বিশ্বাস।

 

মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর সমবেদনা এবং উদ্বেগ প্রকাশ করেছেন এবং জল সম্পদ উন্নয়ন মন্ত্রী কেশব মহান্ত ও বিদ্যুৎ বিভাগের মন্ত্রী তপন গগৈকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি ডিজিপি কুল শইকিয়া এবং এডিজিপি মুকেশ আগরওয়ালাকেও ঘটনাস্থলে ছুটে যাওয়ার আদেশ দিয়েছেন। তিনি রাজ্যের সবগুলো জেলার ডেপুটি কমিশনার এবং এসপিদেরকে সতর্ক থাকার নির্দেশ জারি করেছেন।

 

এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে শিলচরের সাংসদ সুস্মিতা দেব আমাদের প্রতিনিধিকে বলেছেন,” তিনসুকিয়া জেলায় পাঁচ জনকে হত্যার খবরে খুবই আহত বোধ করছি। আশা করছি, এটা শুধু একটা সম্প্রদায়কে নিশানা করে করা হয়নি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করছি”।

এদিকে আলফা নেতা মৃণাল হাজারিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আলফার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে এবং নাগরিকত্ব বিলের সমর্থনে যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে এর প্রতিক্রিয়াতেই হয়তো আলফা এই ঘটনাটি ঘটিয়েছে।

Comments are closed.