Also read in

স্বাস্থ্যের কারণে নির্বাচনী কাজে অব্যাহতি চাওয়া সরকারি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বসছে মেডিক্যাল বোর্ড

শারীরিক অসুস্থতার জন্য পঞ্চায়েত নির্বাচনের
ডিউটি থেকে অব্যাহতি চেয়ে আবেদনকারী সরকারি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিলেন হাইলাকান্দির জেলা নির্বাচন আধিকারিক তথা উপায়ুক্ত আদিল খান। বুধবার জেলা উপায়ুক্ত আদিল খান এক নির্দেশে আগামী বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত মেডিক্যাল বোর্ড গঠনের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে নির্দেশ দিয়েছেন।

এক্ষেত্রে জেলার প্রত্যেক হাসপাতাল ইনচার্জ, চিকিৎসকদের কোনো সরকারি কর্মচারিকে মেডিক্যাল সার্টিফিকেট না দিতেও বলেছেন জেলা উপায়ুক্ত আদিল খান। একইসঙ্গে প্রত্যেক হাসপাতাল ইনচার্জকে লিখিত নির্দেশ প্রদান করতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে নির্দেশ দেওয়া হয়েছে।

“যেহেতু সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য এক বড়োসড়ো সংখ্যার কর্মীবাহিনী প্রয়োজন হয়, তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্যের কারণে অব্যাহতি দেওয়া খুবই মুশকিল। মেডিক্যাল বোর্ড প্রকৃত অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করে যথোচিত রিপোর্ট দেবে”, জানালেন ডিসি আদিল খান।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মুখে বহু সরকারি কর্মী অসুস্থতার কথা উল্লেখ করে ইলেকশনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন ।

Comments are closed.