কাটলিছড়ার নিখোঁজ গাড়ি চালক উত্তম গোয়ালার মৃতদেহ উদ্ধার
কাটলিছড়ার নিখোঁজ গাড়ি চালক উত্তম গোয়ালার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জিরিঘাট থানাধীন ইম্পলগামী ৩৭ নম্বর জাতীয় সড়কের জিজাং পাহাড় এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
উত্তম গোয়ালা হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন হরিশনগর জিপির বোকাবিল এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, শুক্রবার দুপুরে তিন অপরিচিত যুবক কাটলিছড়া বাসস্ট্যান্ড থেকে নিভিয়া যাওয়ার কথা বলে তার মারুতি সুজুকি ওল্টো গাড়ীটি ভাড়া নেয়। চালক উত্তম গোয়ালা তাদের নিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পর শুক্রবার বিকেল থেকে গাড়ি সহ তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। উদ্ধিগ্ন পরিবারের লোকেরা অনেক খুঁজেও তার কোন সন্ধান পান নি।
এরপর রবিবার সকালে জিরিঘাট থানা এলাকায় নিখোঁজ চালক উত্তম গোয়ালার মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। খবরটি পেয়ে নিকটাত্মীয়রা সঙ্গে সঙ্গে ছুটে যান। দুষ্কৃতীরা উত্তমকে খুন করে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। বিস্তারিত খবর এখনও পাওয়া যায় নি।
Comments are closed.