Also read in

বোমা আতঙ্কে টেক-অফ করল না শিলচর-গুয়াহাটি স্পাইসজেট বিমান, সন্দেহের আবর্তে এক যাত্রী

মঙ্গলবার দুপুরে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল স্পাইস জেটের এসজি-৮১৫২ বিমান। তবে হঠাৎ করেই এক সিটের পিছনে কাগজে লেখা নোট পাওয়া যায়, এতে বলা হয়েছে “বিমানে বোমা আছে”। সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রায় ছুটোছুটি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় বিমান টেক অফ করবে না এবং আগে পুরো তদন্ত হবে। এদিকে যাত্রীদের প্রায় দুই ঘণ্টা ধরে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে এবং তাদের ফোন বা ইন্টারনেটের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বোম স্কোয়াড, ফায়ার বিগেট এবং অন্যান্য সুরক্ষা বাহিনী সেখানে পৌঁছে গেছেন এবং বিমানের ভেতরে তদন্ত চলছে।

কুম্ভিরগ্রাম বিমানবন্দরের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “বিমানটি টেক-অফ করার আগে ভেতরে কাগজে লেখা নোট পাওয়া যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি এবং সম্পূর্ণ তদন্ত হলে পরে পুরও তথ্য জনসমক্ষে তুলে ধরব। আপাতত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জানা গেছে দুই যুবককে এই কাজের জন্য সন্দেহ করা হচ্ছে যারা দিল্লি থেকে বিমানে করে শিলচর এসেছিল। এর মধ্যে একজন যুবককে আটক করে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরেকজন যুবক বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে সমর্থ হয়েছে এবং তার মোবাইল বন্ধ রয়েছে। পুলিশের আধিকারিকরা ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছে গেছেন তবে তারা এই মুহূর্তে কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না। কেউ কেউ মনে করছেন এর পেছনে একটি বড়সড় চক্রান্ত থাকার সম্ভাবনা রয়েছে।

শেষ খবর অনুযায়ী যাত্রীদের ভালো করে তদন্ত করে দুজন দুজন করে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আপাতত আজ বিমানটি গুয়াহাটি যাচ্ছে না।

Comments are closed.