হাইলাকান্দিতে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন বড় ভাই
হাইলাকান্দিতে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন বড় ভাই
পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারালেন বড় ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবারে সন্ধ্যা রাতে, হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত কাঞ্চিয়ালা গ্রামে।
বিগত ক’দিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে মিঠুন দাসের সাথে বিরোধ চলছিল ছোট ভাই মিন্টু দাসের। আর এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা রাতে বড় ভাইকে খুন করে ছোট ভাই মিন্টু। জানা গেছে, এদিন সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় বসে এক প্রতিবেশী ব্যক্তির সঙ্গে গল্প করছিলেন মিঠুন দাস।। আচমকা ধারালো দা নিয়ে এসে পেছন থেকে দায়ের কোপ বসায় মিন্টু। আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিঠুন দাস।।
এদিকে ঘটনাটির খবর পেয়ে রামনাথপুর থানার ইনচার্জ নির্মল কান্তি দে’র নেতৃত্বে পুলিশ বুধবার সকালে কাঞ্চিয়ালা গ্রামে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত মিন্টু পলাতক বলে জানা গেছে। নিহত মিঠুন দাসের স্ত্রীর এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করেছে। ইতিমধ্যে মামলাটির তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।
Comments are closed.