Also read in

গুরুচরণ কলেজের ছাত্রের আত্মহত্যার প্রচেষ্টা: প্রাণ বাঁচালো সাহসী স্থানীয়রা

গুরুচরণ কলেজের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সদরঘাট সেতু থেকে আজ বিকেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। এক প্রত্যক্ষদর্শী জয়দীপ ঘোষ জানালেন, তিনি কলেজ ইউনিফর্ম পড়া একটি ছেলেকে ব্রীজের রেলিং এর উপর চড়তে দেখেছিলেন। ” আমি আমার অটোরিক্সা নিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটি ছেলে পুরনো সেতু থেকে লাফিয়ে নামার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আমরা তার দিকে ছুটে গেলাম। কিন্তু ততক্ষণে সে ঝাঁপিয়ে পড়েছিল।”ঘোষ বললেন।

জয়দীপ ঘোষ আরও বললেন,” ছেলেটিকে এভাবে লাফিয়ে পড়তে দেখে নদীর তীরে থাকা কয়েকজন স্থানীয় জনগণ মুহূর্তে ছেলেটিকে বাঁচাতে জলে ঝাঁপ দেন। কয়েক মিনিটের মধ্যেই সাহসী স্থানীয়রা গুরুচরণ কলেজের শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে মালুগ্রাম পুলিশকে বিষয়টি জানানো হয়।”

এদিকে বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় মালুগ্রাম পুলিশের এএসআই সি দাস বলেন,” আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, দেখি ইতিমধ্যে ছেলেটিকে উদ্ধার করা হয়ে গিয়েছিল। আমরা তাকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার পরিবারকে ব্যাপারটি জানানো হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।”

ছেলেটি যে গুরুচরণ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পুলিশের কর্মকর্তা তা নিশ্চিত করেন।পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়। এদিকে গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেবের ফোন বন্ধ ছিল, তাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কেন এই ছেলেটি আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

দ্রষ্টব্য: আমরা শিক্ষার্থীর নাম জানি এবং তার পরিবারের সদস্যদেরকেও জানি। ইচ্ছাকৃতভাবে এখানে তার নামটি প্রকাশ করা হয়নি। আপনিও যদি তার নাম জানেন তাহলে প্রাইভেসি বজায় রাখতে তা প্রকাশ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Comments are closed.