Also read in

সাহসী রাঙ্গিরখাড়ি পুলিশ চোর রাজ বড়ভুঁইয়া, জহুরি হরেকৃষ্ণ বণিক ও অন্যান্যদের গ্রেফতার করেছে

প্রতিদিন আমাদের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমরা স্বস্তিতে বাস করতে পারি।গতকাল রাঙ্গিরখাড়ি পুলিশ দল গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর থেকে এক বড় মাপের চোর রাজ বড়ভুঁইয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তিটি শামীম হোসেন লস্কর ও শাকিল হোসেন লস্কর নামে তার দুই সহকর্মীর নাম প্রকাশ করে, যাদের যথাক্রমে মেহেরপুর ও উত্তরকৃষ্ণপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা ৩৮০/৪৫৭ আইপিসি এর অধীনে শিলচর পিএস কেস নং ১৩৪৭/১৮ নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Gold rings confiscitated by the police

 

পরে জিজ্ঞাসাবাদের সময় বড়ভুঁইয়া জানায় যে মেহেরপুরে তার বাড়ির মালিক ফজিজুর রহমান লস্করও তাকে চুরি করা জিনিসগুলো গোপন করতে সাহায্য করেছিলেন। মামলার সাথে জড়িত থাকার জন্য পুলিশ বাড়ির মালিককেও গ্রেফতার করে। বড়ভুঁইয়া এছাড়াও জানায় যে শিলংপট্টির জ্যোতি জুয়েলারির মালিক হরেকৃষ্ণ বণিক এবং শুভ্র বণিক চুরির স্বর্ণ সামগ্রীগুলো গলানোর ক্ষেত্রে তাকে সাহায্য করেন। অপরাধমূলক কাজে বড়ভুঁইয়াকে সহায়তা করার জন্য পুলিশ এই পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।

 

Raj Barbhuiya and his partners in crime Shamim Hussain Laskar and Shakil Hussain Laskar

 

পুলিশের দলটি বড়ভুঁইয়ার মায়ের কাছ থেকে চুরি যাওয়া দুইটি সোনার রিং এবং জ্যোতি জুয়েলারি থেকে চুরি যাওয়া তিনটি সোনার রিং উদ্ধার করে। মামলাটি দায়ের করার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

Harekrishna Banik and Shubra Banik

 

 

 

 

Comments are closed.