Also read in

দীপায়ন শিলচরে, কাটিগড়ায় গৌতম রায় এগিয়ে আছেন

বিধানসভার নির্বাচনী ফলাফল, ২০২১ নিয়ে বরাক বুলেটিনের লাইভ আপডেট:

 

সন্ধ্যা ৫-১৫

অষ্টাদশ রাউন্ডের ফলাফলে উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ পেয়েছেন ৫২,২৫৫ ভোট । বিজেপি প্রার্থী ডক্টর মানস দাস পেয়েছেন ৪৭,৫২৬ ভোট। নির্দল প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৫,৫৫৩ ভোট।

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নবম রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী সিদ্দিক আহমেদ ৩৭,৩৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এজিপি প্রার্থী আজিজ আহমেদ খান পেয়েছেন ২৬,৩৬৪ ভোট।

 

পাথারকান্দি সমষ্টিতে সপ্তদশ রাউন্ডের পর বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল পেয়েছেন ৬২,৩৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী শচীন শাহু পেয়েছেন ৫৮,৫৭৬।

বদরপুর সমষ্টিতে দশম রাউন্ডের পর এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ৪৪,২২২ ভোট। বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য্য ৩১,৫৫২ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।

দশম রাউন্ডের পর রাতাবাড়ি সমষ্টিতে বিজেপি প্রার্থী বিজয় মালাকার ৪২,৮৮০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী শম্ভু সিংহ মালাহ পেয়েছেন ৩১,৫৩৭ ভোট।

দুপুর ৩-১৫

দশম রাউন্ডের পর শিলচর নির্বাচন চক্রে বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী ৪৫,০৫৬ ভোট পেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। কংগ্রেসের তমাল কান্তি বণিক ২২,৩৯৭ উঠবে দ্বিতীয় স্থানে রয়েছেন। দিলীপ কুমার পাল পেয়েছেন ৪৬২১ ভোট।

ষষ্ঠ রাউন্ডের পর লক্ষ্মীপুরে কংগ্রেসের মুকেশ পান্ডে ১৯,৭৩৩ ভোট পেয়ে তার অগ্রগতি অব্যাহত রেখেছেন। বিজেপি প্রার্থী কৌশিক রাই পেয়েছেন ১৩,৫৬৬ ভোট।

অষ্টম রাউন্ডের পর কাটিগড়ায় বিজেপি প্রার্থী গৌতম রায় ৩৫,৪৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার এখন পর্যন্ত ৩১,৫৭১ ভোট পেয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের পর বড়খলা সমষ্টিতে কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম লস্কর ৩৫,৫৬১ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন।বিজেপি প্রার্থী অমলেন্দু দাস পেয়েছেন ১৮,৬৭৩ ভোট।

অষ্টম রাউন্ডের পর সোনাই নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর ২৬, ৯৫১ ভোট পেয়ে এখনও এগিয়ে রয়েছেন। এআইইউডিএফ প্রার্থী করিম উদ্দিন বড় ভূঁইয়া ২৫,৭৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। নির্দল প্রার্থী আশীষ হালদার ৯,০০৮ ভোট পেয়েছেন।

নবম রাউন্ডের গণনার পর ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ৩৯,৪৬৪ ভোট পেয়ে জয়ের দিকে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাহ ২৯,৬৬৪ ভোট পেয়ে তার থেকে পিছিয়ে রয়েছেন।

নবম রাউন্ডের গণনার পর উধারবন্দে কংগ্রেসের অজিত সিং এখন পর্যন্ত ৩৭,০৭৭ ভোট পেয়ে আবার এগিয়ে গেছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম ৩৩, ০১৮ ভোট নিয়ে পিছিয়ে রয়েছেন।

দুপুর ১২-১৫

উধারবন্দে বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম ১৪,১৮৬ ভোট পেয়ে এবার এগিয়ে গেছেন। কংগ্রেসের অজিত সিং এখন পর্যন্ত ১৩,৭৫৬ ভোট পেয়েছেন।

তৃতীয় রাউন্ডের পর শিলচর নির্বাচন চক্রে কংগ্রেসের তমাল কান্তি বণিক আর এগিয়ে নেই। বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী ১০,১৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের তমাল কান্তি বণিক পেয়েছেন ৯,৪২৩ ভোট।

তৃতীয় রাউন্ডের পর সোনাই নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর ১৩,৯২৮ ভোট পেয়ে এখনও এগিয়ে রয়েছেন। নির্দল প্রার্থী আশীষ হালদার ৬,১৩৩ ভোট পেয়েছেন। এআইইউডিএফ প্রার্থী করিম উদ্দিন বড় ভূঁইয়া ৩১৩০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ১৪,৬৫৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাহ পেয়েছেন ৬,৯১০।

লক্ষ্মীপুরে কংগ্রেসের মুকেশ পান্ডে ৬,২৯৬ পেয়েছেন।বিজেপি প্রার্থী কৌশিক রাই পেয়েছেন ৬,২১৩ ।

বড়খলায় তৃতীয় রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম লস্কর ১৩,৪৬৯ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন।বিজেপি প্রার্থী অমলেন্দু দাস পেয়েছেন ৯,০২৪।

কাটিগড়ায় বিজেপি প্রার্থী গৌতম রায় ১৪,৭৫৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার ৯,৭৪১ ভোট পেয়েছেন।

 

সকাল ১১-৪৫

কাটিগড়ায় বিজেপি প্রার্থী গৌতম রায় ৯৫৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার ৬৪৩৯ ভোট পেয়ে প্রথমবারের মতো পিছিয়ে রয়েছেন।

তৃতীয় রাউন্ডের পর সোনাই নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর ১৪,২৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নির্দল প্রার্থী আশীষ হালদার ৬১৩৩ ভোট পেয়েছেন। এআইইউডিএফ প্রার্থী করিম উদ্দিন বড় ভূঁইয়া ২৮৬৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

 

তৃতীয় রাউন্ডের পর উধারবন্দে কংগ্রেসের অজিত সিং ১২০৮৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম ৯১৯৭ ভোটে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সকাল ১১-১৫

বড়খলায় কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম লস্কর ৭৯০৯ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন।বিজেপি প্রার্থী অমলেন্দু দাস পেয়েছেন ৭১৩৩।

ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ৫৫৫৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাহ পেয়েছেন ২২৫৯।

 

সকাল ১১-০০

সোনাই নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন ৪১৬৭। নির্দল প্রার্থী আশীষ হালদার ২৯৩৬ ভোট পেয়েছেন। এআইইউডিএফ প্রার্থী করিম উদ্দিন বড় ভূঁইয়া ৬৭২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শিলচর নির্বাচন চক্রে কংগ্রেসের তমাল কান্তি বণিক ৫২৫৪ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন, বিজেপির দ্বীপায়ন চক্রবর্তী ২২৭০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার পেয়েছেন ৪৯৭৩ এবং বিজেপি প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৩০৫১ ভোট।

লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী কৌশিক রাই পেয়েছেন ১৪১০ এবং কংগ্রেসের মুকেশ পান্ডে পেয়েছেন ৩৮১৫।

উধারবন্দে কংগ্রেসের অজিত সিং পেয়েছেন ৫৯০৪ এবং বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম পেয়েছেন ৮৪১৮।

উত্তর করিমগঞ্জের তৃতীয় রাউন্ডের ফলাফলে কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ পেয়েছেন ৮৪৫৫ । বিজেপি প্রার্থী ডক্টর মানস দাস পেয়েছেন ৩৪৩৪ ভোট। নির্দল প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৬৫৫০।

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দ্বিতীয় রাউন্ডে এজিপি প্রার্থী আজিজ আহমেদ খান পেয়েছেন ৪৮৩২ ভোট। কংগ্রেস প্রার্থী সিদ্দিক আহমেদ ১০৪০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী সিদ্দিক আহমেদ ৪৮৩২ ভোটে এগিয়ে রয়েছেন।

পাথারকান্দি সমষ্টিতে দ্বিতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল পেয়েছেন ১২২৫। কংগ্রেস প্রার্থী শচীন শাহু পেয়েছেন ৭৪৯০। প্রথম রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী শচীন সাহু ৯২৯৭ ভোটে এগিয়ে রয়েছেন।

সকাল ১০-০০

বদরপুর সমষ্টিতে প্রথম রাউন্ডের পর বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য্য ২৫৪৫ ভোট পেয়েছেন। এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ৪৪৬৯। ১৯২৪ এগিয়ে রয়েছেন।

হাইলাকান্দি জেলায় দ্বিতীয় রাউন্ডের পর হাইলাকান্দিতে বিজেপি প্রার্থী পেয়েছেন ১১৯২। এআইইউডিএফ প্রার্থী পেয়েছেন ১৩৫৮২ ভোট। তিনি লিড করছেন ১২৩৯০ ভোটে।

কাটলীছড়ায় বিজেপি প্রার্থী পেয়েছেন ৭৩৮১। এআইইউডিএফ প্রার্থী পেয়েছেন ৪৭০৭ ভোট। বিজেপি ২৬৭৪ ভোটে এগিয়ে রয়েছে।

আলগাপুর এ বিজেপি পেয়েছে ৮৯০৮। এআইইউডিএফ পেয়েছে ৪৫৭৩। এজিপি প্রার্থী পেয়েছেন ১৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী ৪৩৩৫ ভোটে এগিয়ে রয়েছেন।

Comments are closed.