Also read in

শিলচরে আটক এক রোহিঙ্গা, স্বীকার করলেন মায়ানমার থেকে এসেছেন

 

তারাপুরের কাছে সন্দেহের বশে একটি সাদা ওয়াগনার গাড়ি থামিয়ে দিল কাছাড় পুলিশের রাইডিং স্কোয়াড। গাড়িটির নম্বর হচ্ছে টিআর ০২ কে ০২১৬। ঘটনায় প্রকাশ, টহল দেওয়ার সময় রাইডিং স্কোয়াড গাড়িটিকে থামালে দরজা খুলে একজন লোক দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকের সন্দেহ হয় যে এর পেছনে নিশ্চিত কিছু একটা ব্যাপার রয়েছে। ফলে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন পুলিশ আধিকারিক। গাড়ির চালককে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে চালক জবাব দেয় যে তারা ত্রিপুরা যাচ্ছে। পুলিশ কর্মকর্তা গাড়িতে বসে থাকা মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দেয়নি। পরে দেখা গেল যে গাড়ির ভেতরের সেই মেয়েটি একজন রোহিঙ্গা এবং সে বাংলাদেশের মধ্য দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। রাইডিং স্কোয়াড গাড়ির চালকসহ সেই মেয়েটিকে আটক করে তারাপুর পুলিশের হাতে সমঝে দেয়। গাড়িটিকেও আটক করা হয়েছে।

তার নাম রুজে আক্তার এবং সে জাভেদের কন্যা বলে মেয়েটি স্বীকার করে। সে আরও জানায় যে অস্থায়ীভাবে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সে ছিল এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছে মায়ানমারের ভুসিডাউং জেলার তাম বাজারে।

পুলিশ ওয়াগনারের চালক আকমল হুসেনকেও জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, কমল খানের পুত্র আকমল কৈলাশহরের বাসিন্দা। হুসেন জানায় যে এই দুজন তার ক্যাবকে ধর্মনগর থেকে ভাড়া করেছিল। পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

Comments are closed.