ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল কাটলিছড়া স্টেট ব্যাংক
এক ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল ভারতীয় স্টেট ব্যাংকের কাটলিছড়া শাখা সহ বৃহত্তর কাটলিছড়া চালমার্স স্কুল রোড এলাকা। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ ভারতীয় স্টেট ব্যাংকের কাটলিছড়া শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যাংকের ভেতর থেকে আগুনের কালো ধুঁয়া নির্গত হতে দেখে স্থানীয় নাগরিকরা কাটলিছড়া থানায় খবর পাঠান। খবর পেয়ে কাটলিছড়া থাবার পুলিশ সহ অগ্নিনির্বাপক বাহিনীর দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
ব্যাংকের সাটার লাগানো থাকায় প্রথমে দমকল কর্মীদের বেগ পেতে হয়। যদিও ব্যাংকের চতুর্থ শ্রেনীর কর্মী দ্রুত ছুটে এসে সাটার খুলে দিলে কিছুক্ষনের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়। দমকলবাহিনী, কাটলিছড়া থানার পুলিশ সহ স্থানীয় নাগরিকদের প্রচেষ্টায় এক ভয়াভহ অগ্নিকান্ড থেকে রক্ষা পায় ব্যাংক সহ গোটা এলাকা। পুলিশের পক্ষ থেকে ব্যাংক ম্যানেজারকে খবর পাঠানো হয়েছে ।
শনিবার ও রবিবার ছুটি থাকায় ম্যানেজার শিলচরে চলে গেছেন বলে জানা গেছে। ম্যানেজার এলে পর ক্ষয় ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে অগ্নিকান্ড ও দমকলের ইঞ্জিনের জলে ব্যংকের নথিপত্র সহ সামগ্রীর ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। নগদ অর্থ পুড়েছে কি না তা অবশ্য জানা যায় নি। ম্যানেজার না আসা পর্যন্ত পুলিশ গোটা ব্যাংক সিল করে রেখে দিয়েছে।
Comments are closed.