Also read in

চাঞ্চল্যকর ঘটনা: শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে পলায়ন নাজ হত্যাকারী হিফজুর সহ দুই কয়েদির

গতরাতে শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে জেলের দেয়ালের নিচে সুড়ঙ্গ করে পালালো হিফজুর রহমান ও দীপ নুনিয়া নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই বন্দি। শিলচর কেন্দ্রীয় কারাগারের শক্তিশালী পাঁচিলের নিচে সিঁধ কেটে পালিয়ে যাওয়ার ঘটনায় উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পলাতক হিফজুর রহমানের বাড়ি করিমগঞ্জ জেলার ভাঙ্গায় এবং দীপ নুনিয়া শিলচর শহর সংলগ্ন ঘুঙ্গুরের বাসিন্দা।

২০১১ সালে করিমগঞ্জে নাজ হত্যার দায়ে হিফজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক সময় এই নাজ হত্যাকান্ড পুরো বরাক উপত্যকায় আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ সময় করিমগঞ্জ জেলে থাকার পর নিরাপত্তাজনিত কারণে কয়েক মাস আগে হিফজুরকে শিলচর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এদিকে, ২০১৮ সালে শিলচর শহরতলীর মেহেরপুর এলাকার এক মহিলাকে খুনের দায়ে দীপ নুনিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Top officials visit Silchar Jail
Top officials visit Silchar Jail

গতকাল রাতে জেল থেকে পালানোর এই ঘটনা পুরো বরাক উপত্যকার অবহিত মহলকে অবাক করে দিয়েছে । সাথে শিলচর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে; কারাগারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ও রহস্যের সৃষ্টি হয়েছে।

দুই বন্দীর পালানোর খবর পেয়ে কাছাড়ের ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা এবং পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্তা শিলচর কেন্দ্রীয় কারাগারে যান এবং পুরো ঘটনা খতিয়ে দেখেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসপি নুমাল মাহাত্তা বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের পর সবকিছু পরিষ্কার হবে। পলাতক বন্দীদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।”

Comments are closed.

error: Content is protected !!