Also read in

ড্রাগস সহ গ্রেফতার দুই ভাই-বোন মধুরবন্দের বাড়ি থেকে

শিলচর শহরে ইদানীং ড্রাগস-এর রমরমা চলছে। আজ মধুরবন্দের গাংপাড়ের এক বাসভবন থেকে ড্রাগস সমেত দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন মহিলা বলে জানা গেছে। গ্রেফতারকৃত দুজন আজিম উদ্দিন লস্কর (৩৮) এবং তার বোন হাসনা বেগম (৩৬) বলে জানা যায়।

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, আগের থেকে খবর পেয়ে পুলিশ তাদের গাংপাড়ের বাড়িতে অভিযান চালায় এবং দুজনকে আটক করে। আরও জানা যায়, ড্রাগস ভরা ৪৬টি ছোট প্লাস্টিকের কৌটো বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদকের বাজার মূল্য এখনও জানা যায়নি।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজন ভাই বোনকে সোমবার আদালতে হাজির করা হবে।

Comments are closed.

error: Content is protected !!