Also read in

মহিলাকে নগ্ন করে অত্যাচার : ভাইরাল ভিডিওর সূত্র ধরে নড়েচড়ে বসল প্রশাসন

করিমগঞ্জের বাজারিছড়া থানার মাগুরা গ্রামে প্রকাশ্যে এক মহিলার উপর পাশবিক অত্যাচারের ঘটনায় এবার পুলিশ প্রশাসন নড়েচড়ে বসলো। ঘটনাটি গত ১০ সেপ্টেম্বরের হলেও বিভিন্ন রাজ্য এবং জাতীয় সংবাদ মাধ্যমে আসে গত ২১ সেপ্টেম্বর। ঐদিন অত্যাচারের দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শিত হয়। এর পরেই রাজ্য সরকার কঠোর অবস্থান নেয়।

প্রাথমিকভাবে ঐ মহিলা মাগুরা থানায় এজাহার দাখিল করতে গিয়ে সুবিচার পাননি। পরবর্তীতে, করিমগঞ্জের মুখ্য ন‍্যায়দণ্ডাদেশের আদালতে মামলা দায়ের করা হয়। ঘটনার খবর পৌঁছায় পুলিশ সুপারের কাছে এবং রাজ্য সরকারও এই ব্যাপারে কঠোর অবস্থান নিতে নির্দেশ পাঠায়। গতকাল মাগুরা থানার ইনচার্জকে শোকজ করা হয় এবং ডিএসপি ঝিকিরানি মহন্ত, বাজারিছড়া থানার ওসি সহ এক বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ১৯ জন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসেন। সঠিক তথ্যের ভিত্তিতে এদের মধ্যে চারজনের বিরুদ্ধে ১৭৪/১৮ নং মামলা নথিভূক্ত করা হয়, বাকিদের ছেড়ে দেওয়া হয় ।

পুলিশ অধীক্ষক গৌরব উপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত ১০ তারিখে মাগুরা থানার অধীনে এই মহিলার সাথে এক দুর্ঘটনা ঘটে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্য সরকার খুবই কঠোর অবস্থান নিয়ে থাকে। এই ঘটনাকে করিমগঞ্জ পুলিশ খুবই সিরিয়াসলি নিয়েছে। আমরা ভোররাত চারটার সময় অভিযান শুরু করি। আমাদের দুজন ডিএসপি,থানার ইনচার্জ এবং পুলিশ বাহিনী এই অভিযান পরিচালনা করে। যে ১৯ জনকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি তার মধ্যে মূল অভিযুক্ত অর্থাৎ যে মহিলা গ্রামের লোককে এই কাজে উৎসাহিত করেছে, সেও আছে। আমরা ভাইরাল ভিডিও এবং ফেসবুক থেকে বাকি সবাইকে সনাক্ত করে গ্রেফতার করব এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারা জড়িত আছেন তাদেরও গ্রেফতার করা হবে খুব শিগগিরই।”

পুলিশ অধীক্ষকের এই বয়ানের পর আশা করা যাচ্ছে, এই জঘন্য ঘটনার সুবিচার হবে এবং দোষীদের প্রকৃত সাজা হবে।

Comments are closed.